একদল ডাক্তারের খুন হওয়ার গল্প। এক সাইকোপ্যাথ, যে কিনা সেই সকল ডাক্তারদের খুঁজে খুঁজে বের করে নৃশংসভাবে হত্যা করে, যাদের নামে হিউমান অর্গান পাচারের অভিযোগ রয়েছে, কিন্তু বিচার নেই। সে নিজ হাতে সেই ডাক্তারদের নিজেদের পাওনা বুঝিয়ে দেয়।
জীবন্ত অবস্থায় তাদেরকে দ্বিখণ্ডিত করে মৃত্যু উপহার দেয় সে। তারপর লাশ ফেলে আসে কোনো জনসমাগমের স্থানে। কিন্তু কে এই সাইকোপ্যাথ, কেনই বা সে এমনটা করছে? রহস্য উদ্ঘাটনে নেমে পড়ে ডিবির সুচতুর অফিসার রাফসান আহমেদ ও তার সঙ্গীরা। সাইকোপ্যাথ এই মার্ডারের প্যাটার্ন আবিষ্কার করতে গিয়ে ধরা পড়ে এক গাণিতিক সংখ্যা, পাই, (৩.১৪১৬)। একে একে ভেসে উঠে সেই সাইকোপ্যাথের ডাক্তার খুনের রহস্য, তার প্রথম ডাক্তার খুনের গল্প!
কেন সে এই ডাক্তার খুন করতে শুরু করে, আর কীভাবেই বা করে সে? কোন বেশে, কোন পদ্ধতিতে? কেমন ছদ্মবেশে সে ধুলো দিয়েছে সবার চোখে?
রহস্যের উদঘাটন হবে, বিভ্রমের সাথে।