আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
'প্রাঙ্গনে মোর শিরীষ শাখায় ফাগুন মাসে কি উচ্ছাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা'।
আমাদের বাড়ির উঠোনে কেন, পুরো গ্রামে আদৌ কোনো শিরীষ গাছ ছিল কিনা, মনে করতে পারছিনা। দাদু কিন্তু ভরাট গলায় গানের প্রথম দু- কলি সব সময়ই গাইতেন। দাদুর মধ্যে কেমন একটা কবিকবি ভাব ছিল। যেমন, জ্যোৎস্না রাতে বাড়ির উঠানে মাদুর বিছিয়ে ভীষণ একটা ভাব নিয়ে বসবেন আর গাইবেন-'প্রাঙ্গনে মোর'।
মা' মাথায় কাপড় দিয়ে চা আর চিড়ে ভাজা, সরিষার তেল, পেয়াজ, কাঁচা লঙ্কা ও আদা কুচি দিয়ে মেখে দাদুকে খেতে দেবেন। দাদু ওই সময়টার জন্য যদিও অপেক্ষায় থাকতেন, তবু মুখে বলতেন- মা' তুমি যে আমার রাতের খাবারটা নষ্ট করলে! মা'কে দাদু 'মা' বলে ডাকতেন। মা খুব মিষ্টি হেসে জবাব দিতেন- বাবা, রাতের খাবার একটু দেরী করে দেবো।