আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
রাত আড়াইটা নাগাদ মোবাইলের স্ক্রিনে আলো জ্বলে উঠল।
পাশ ফিরে হাতে নেয়ার চেষ্টা করলাম। অচেনা নম্বর থেকে ম্যাসেজ, এত রাতে। পড়ার জন্য বারান্দায় চলে যাওয়া দরকার। নইলে মুন্নীর ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সে ঘুমাচ্ছে আমার শরীর খানিকটা ঘেঁষে; ওপাশ ফিরে। ওর ঘুম খুব পাতলা এবং বিশেষ ধরনের। আমরা যখন ঘুমাই তখন কয়েকটি স্তরের ভেতর দিয়ে যাই। ঘুমের একটা বিশাল চক্র আছে। চক্রের ভিতরে আছে বেশকিছু স্তর। প্রতিটি স্তর আবার এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত থাকে। ঘুম-ঘুম ভাব, হালকা গভীর ঘুম এবং গভীর ঘুম এই হলো মোটা দাগে ঘুমের স্তর। মুন্নী এখন ঘুমের কোন স্তরে আছে কে জানে!
ও ঘুমিয়েছে ঘণ্টা দেড়েক আগে। কিন্তু অজানা অদ্ভুত কারণে আমার ঘুম আসছে না। আর ঘুম আসছে না বলেই দুনিয়ার বহু আজগুবি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি এই মুহূর্তে ভাবছি ঘুম নিয়ে। মানুষ কেন ঘুমায় এ প্রশ্নের উত্তর জানতে পৃথিবীজুড়ে নিশ্চয়ই অনেক গবেষণা হয়েছে। সেগুলো সম্পর্কে প্রকাশিত আর্টিকেল গুগলে সার্চ দিয়ে পড়ে ফেলতে হবে। আজকাল বেশিরভাগ রিসার্চ পেপার অনলাইনে ফ্রিতে পাওয়া যায়।