মানুষের জীবন এক চিরন্তন গল্প।
এই গল্পের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতির মাঝে আছে নানা অনুকথা , না বলা কথা, কষ্টের স্রোতে ভেসে আসা নোনা জলের কাব্য, কখনো সুখ ছন্দময় পদ্ম সরোবরে হংস মিথুনের নৃত্য ধ্বনি। এক জীবনে কি সব কথা বলে শেষ করা যায় , সবাই কি সব চাইলেও প্রকাশ করতে পারে! চাওয়া-পাওয়ার দোলাচলের বাঁধ ভেঙ্গে লেখক হিসেবে সে চোখে যা দেখেছি যা বুঝেছি তাকেই আবেগ অনুভূতির মোড়কে প্রকাশ করার চেষ্টা করেছি । আমার ২০২২ সালে প্রথম প্রকাশিত ৩ টি কাব্য গ্রন্থ যথাক্রমে নিস্তব্ধ কোলাহল, মেঘ বালিকা ও নীল নয়না পাঠক মহলে যথেষ্ট সাড়া দিয়েছে । অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছে যা আমাকে চতুর্থ কাব্যগ্রন্থটি রচনা করতে দারুণভাবে উৎসাহিত করে। তাই আমার পাঠকেরা আমার কাছে অনেক মূল্যবান অনেক ভালোবাসার।
খ্যাতি বা উপাধি নয় শুধুমাত্র নিজের আবেগকে প্রাধান্য দিয়ে কবিতার মাঝে সুখ খুঁজেছি।