১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
১.আমি অধম আখতার (রহিমাহুল্লাহ) আরজ করছি যে, বর্তমান যুগে দ্বীনদার, নেককার, মুত্তাকী, এমনকি তরিকতের সকল সালেকীনের জন্যও মহিলাদের ফিতনার তুলনায় দাড়ি-মোচ বিহীন সুশ্রী বালক- তরুণদের ফিতনা আরো বেশি মারাত্মক আকার ধারণ করেছে। আর যেহেতু সুশ্রী বালক ও তরুণদের সাথে কুকর্মে লিপ্ত হওয়ার পথে বাঁধা-বিঘ্ন কম সেহেতু শয়তান দ্রুত এবং খুব সহজেই মানুষকে এ কুকর্মে লিপ্ত করতে পারে। পক্ষান্তরে গাইরে মাহরাম বা বেগানা নারীদের ক্ষেত্রে সাধারণত কুদৃষ্টির অপরাধই সংঘটিত হয়ে থাকে ৷ কারণ তাদের সাথে সরাসরি কুকর্মে লিপ্ত হওয়ার পথে বাঁধা-বিঘ্ন থাকার কারণে দ্রুত ও খুব সহজে শয়তান মানুষকে তাদের সাথে কুকর্মে লিপ্ত করতে পারে না।
২. গাইরে মাহরাম মহিলা ও সুশ্রী বালক-তরুণদের সাথে যে কোন ধরণের সম্পর্ক রাখার ভয়াবহ ক্ষতি ও কুফল বর্ণনাতীত। তাদের দিকে তাকানো, মনে আনন্দ লাভের জন্য তাদের সাথে কথা বলা, একান্ত নির্জনে তাদের সাথে বসা ও সময় কাটানো, তাদের মনোরঞ্জনের জন্য তাদের পছন্দের পোষাকে নিজেকে সাজানো এবং মোলায়েম ভাষায় ও মিষ্টি সুরে কথা বলা ইত্যাদির পরিণামে যে সকল ভয়াবহ ক্ষতি ও কুফল পয়দা হয় এবং যে সকল বালা- মুছিবতের সম্মুখীন হতে হয় তা লিখে শেষ করার মত ভাষা ও কলমী যোগ্যতা আমার জানা নেই।
৩. হারাম প্রেমাসক্তি ও পরকিয়া আল্লাহ তায়ালার একটি আযাব। যেভাবে মানুষ জাহান্নামের মধ্যে জীবন ও মরণের মাঝখানে এক যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে গ্রেফতার থাকবে।
যেমন আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, অতঃপর সেখানে (জাহান্নামে) তারা বাঁচবেও না এবং মরবেও না। জাহান্নামীরা জীবন-মরণের মাঝখানে এক যন্ত্রনাদায়ক অবস্থার মধ্যে ছটফট করতে থাকবে।
তদ্রূপ কুদৃষ্টি করার পর মানুষ হারাম প্রেম-পরকিয়ার আকর্ষণে আক্রান্ত হয়ে রাত-দিন ছটফট করতে থাকে। সর্বদা অস্থিরতা ও অস্বস্তির আগুনে জ্বলতে থাকে। আরামের ঘুম থেকেও মাহরূম হয়। দ্বীন-দুনিয়া সবই ধ্বংস হয়। অবশেষে পাগলা গারদে ভর্তি হতে হয়। বর্তমানে পাগলা গারদের শতকরা নব্বই জনই হারাম প্রেম-পরকিয়ার রোগী।
Title
কুদৃষ্টি ও অবৈধ প্রেম- পরকীয়ার ভয়াবহ পরিণতি ও প্রতিকার