‘অবৃক্ষমানুষ’ নামটি খুবই আত্মব্যাখ্যাত। মানুষ বৃক্ষের মতো মহৎ নয়, এই সত্যটিই গ্রন্থভুক্ত ১৩টি গল্পের পরোক্ষ প্রতিপাদ্য। গল্পগুলো হলোঅবৃক্ষমানুষ, ষড়রস, বৃদ্ধিবন্দি, সাঁতাল, একসনা বউ, বকলম, অগোপন, বিয়েবাড়ি, এমন উপেক্ষা, তলদেশ, হাত, বুয়া অথবা বুবু, শুভঙ্করের ফাকি। রচনাগুলো চলনসই।
শুভঙ্করের ফাঁকির গল্পের অংশবিশেষ
স্যার, আজকে আমি যে অঙ্কটা পেরেছি, সেই জন্য ক্লাসের সবাইকে শাস্তি মাফ করে দেন। ওদের মারবেন না স্যার। ওদের মার খাওয়ার অভ্যেস নেই। ওরা সহ্য করতে পারবে না। মার খাওয়া খুব কষ্ট স্যার। ওদেরকে মারবেন না। মাফ করে দেন। স্যার কাঁদতে কাঁদতে বললেন, সবাইকে আমি মাফ করে দিলাম। কিন্তু আমাকে ক্ষমা করবে কে রে শুভঙ্কর?
Report incorrect information