১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
কোনো একদিন কবিতার বই ছাপা হবে অথবা কবি হবো এ উদ্দেশ্য নিয়ে কবিতা লেখা শুরু করিনি। সেই শৈশব থেকেই কবিতার প্রতি একটা আগ্রহ ছিল আমার। ইচ্ছে হতো জীবনের চাওয়া-পাওয়াগুলো কবিতার মধ্য দিয়ে প্রকাশ করি। আর এ কামনা-বাসনা থেকে কিশোর বয়স থেকেই হয়ে যায় কবিতায় হাতেখড়ি।
একেকজন একেকভাবে কবিতার সংজ্ঞা দিয়ে থাকেন, আমার কাছে যা কবিতা তা অন্য কারো কাছে কবিতা নাও মনে হতে পারে। তবে মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যা আর দশজনের মতোই সুন্দর, অথবা কষ্টের। সেসব জীবনবোধের গল্প যখন সংক্ষিপ্ত পরিসরে আপনার সামনে উপস্থাপিত হবে, আমি মনে করি সেখানে আপনিও নিজেকে খুঁজে পাবেন। খুঁজে পাবেন জীবনের সেই প্রিয় মুহূর্তের কথোপকথন আর সুখ-দুঃখের আলাপচারিতা।
দীর্ঘদিনে লেখা কবিতার পান্ডলিপিগুলো হাতে নিয়ে কতবার ভেবেছি এগুলো একটি বই আকারে মলাটবদ্ধ হলে কতই না ভালো হতো। অবশেষে তা সার্থক হতে চলেছে।
মহাকাল প্রকাশক মৃধা মো. মনিরুজ্জামান ভাই আমার দীর্ঘদিনের এ প্রয়াসকে বাস্তবে রূপ দিতে সর্বতোভাবে সহযোগিতা করছেন— তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
সহকর্মী নূরুননাহার আপাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এ কারণে যে মূলত তার সহযোগিতার কারণেই আমি প্রকাশকের শরণাপন্ন হতে পেরেছি।
আমার হৃদয় নিংড়ানো এ ক্ষুদ্র প্রয়াসের প্রতিটি পাতায়, প্রতিটি লাইনে লুকিয়ে আছে এক একটা স্বপ্ন। প্রতিটি কবিতার সেই জীবনবোধের গল্প একজন সার্থক পাঠকই খুঁজে বের করতে পারেন।
আমার বিশ্বাস আপনিও পারবেন। এর আগে আমার কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি। ‘কিছু প্রেম কিছু কথা’ আমার প্রথম কাব্যগ্রন্থ। আশাকরি এ কবিতার বইটি পাঠকদের ভালো লাগবে। এ বইয়ের একটি কবিতাও যদি কোনো পাঠকের ভালো লাগে তাহলেই আমার এ পরিশ্রম সার্থক হবে বলে মনে করি।