আমাকে অনেকেই অনুরোধ করেছেন আমি যেন ছন্দের ওপর একটি গ্রন্থ রচনা করি। আমিও অনেকবার ভেবেছি বাংলা কবিতার ৩টি ছন্দ নিয়ে খুব সহজ-সরল ভাষায় একটি বই লিখব। যাতে তরুণ এবং কোনো কোনো প্রবীন কবিও খুব সহজে ছন্দটা শিখে নিতে পারেন। ছন্দ শেখানোর কাজটি এখন আমি পেশাগতভাবেও করি। ক্লাস-উপকরণ হিসেবে কিছু লিখতেও হয়েছে, সেগুলোকে আরেকটু ব্যাখ্যা-বিশ্লেষণ করে কিছু দৃষ্টান্ত যোগ করলে হয়ত একটি বই হয়ে যায়। কিন্তু এই কাজটিতে আমি তেমন উৎসাহ পাই না। কেন পাই না তা নিয়ে কখনও ভাবিনি। আমাকে যখন কোনো সম্পাদক ফোন করে বলেন, অমুক বিষয়ের ওপর একটি প্রবন্ধ দিন, কখনো দেই কখনো দেই না। দিলেও খুব আগ্রহ নিয়ে তা লিখি না। কিন্তু যদি বলেন, অমুক বিষয়ের ওপর একটি গল্প বা কবিতা দিন, আমি খুব উৎসাহ বোধ করি। এই উৎসাহ এবং নিরুৎসাহের কারণ নিয়ে কখনো ভাবিনি। কিন্তু ঘটনাটি যখন বারবার ঘটে তখন কোনো কোনো ঘটনার প্রেক্ষিতে নিজের মধ্যেই প্রশ্নটি উঁকি-ঝুঁকি মারে। একদিন এ-নিয়ে ভাবলাম এবং বুঝলাম, সৃজনশীল কাজের প্রতি আমার সুস্পষ্ট একটি পক্ষপাত আছে, এবং আমি এ-ও জানি আমার মননশীল কাজও একেবারে মন্দ হয় না। কিন্তু ভেতর থেকে আমি যে উত্তর পাই, তা হচ্ছে, ঈশ্বর আমাকে সৃজনশীল কাজ করার এসাইনমেন্ট দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন।