12 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 350TK. 309 You Save TK. 41 (12%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
সিরাজুল ইসলাম চৌধুরী লেখা শুরু করেছিলেন ছোটগল্প দিয়ে। ছোটগল্পের একটি বই আছে তাঁর, শিশু- কিশোরদের জন্য গল্পের বই দু’টি। পরে তিনি সরে এসেছেন প্রবন্ধে। কিন্তু পুরোপুরি সরেন নি, তাঁর প্রবন্ধেও গল্পের ধরণ, কৌতূহল ও অনানষ্ঠানিকতা রয়েছে যেন আলাপ করছেন, আপনজনের সঙ্গে।
তাঁর প্রবন্ধে কখনো কখনো আমি আসে। সেই আমি আত্মজৈবনিক হয়েও নৈর্ব্যক্তিক, যেন চরিত্রে একটি, গল্পেত। বহুক্ষেত্রেই তাঁর আলাপের বিষয় হছে সাহিত্যে স্রষ্টা এবং ইতিহাসের ব্যক্তিত্ব, কিন্তু তাঁরও চরিত্রে পরিণত হয়েছে। তাঁর প্রবন্ধে এসে সাহিত্যের পরিচিত নায়ক-নায়িকারাও নতুন হয়ে ওঠে।
নতুনত্ব তাঁর সব লেখারই বৈশিষ্ট্য। এই নতুনত্বর কারিণ দু’টি। এক, তাঁর দৃষ্টিভঙ্গি। দুই, উপস্থাপন অধ্যাপক চৌধুরীর প্রথম বইয়ের নাম অন্বেষণ (১৯৬৪) সালে। এর শিরোনামে যে আগ্রহ ও কৌতূখলের প্রশ্রয় রয়েছে সে দুটি তাঁকে কখনো পরিত্যাগ করে নি। বহু বিষয়ে তাঁর আগ্রহ, বহুমুখী কৌতূহল। ঘটনাকে দেখেন, কিন্তু সেখানে নিবন্ধ থাকেন না, তিনি চলে যেতে চান অভ্যন্তরে আপাততের অন্তরালে রয়েছে যে রহস্যাছন্ন ও জরুরী জগৎ সেখানে। চিরকালকে স্থাপন করেন সমকালে। লক্ষ্য করেন কোন কোন ধারায় সময় ও স্বার্থ দ্বন্দ্বের সৃষ্টি করছে। ব্যক্তির সঙ্গে সমষ্টির সম্পর্কের টানাপোড়েন তাঁকে বিশেষ ভাবে ভাবিয়েছে।
এই লেখকের একটি বইয়ের নাম দ্বিতীয় ভূবন। তাঁর সব রচনাতেই একটি স্বতন্ত্র ভুবন রয়েছে। যেটি অভিনব নয় নিশ্চয়ই, কিন্তু স্বতন্ত্র অবশ্যই। তিনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেন; সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস কিছুই তাঁর জন্য পরিত্যাজ্য নয়, কিন্তু তাঁর বকত্বব্যের মধ্যে একটি ঐক্য বতমান, সেটি দৃষ্টিভঙ্গির। তাঁর কোনো লেখাই তাৎক্ষণিক নয়। প্রত্যেকটির পেছনে থাকে নিবিষ্ট পঠন ও কৌতূহলী অন্বেষণ।
লেখকের রচনারীতিতেও একটিা নিজস্বতা রয়েছে যার জন্য নাম লক্ষ্য না-করেও বলে দেওয়া যায় কোনটি তাঁর লিখা।তিনি যত্নের সঙ্গে লেখেন কিন্তু কখনোই স্বতঃস্ফূর্ততাকে বিসর্জন দেন না।
এই সঙ্কলনের প্রবন্ধগুলো বিভিন্ন্ সময় লেখা তাঁর রচনালী থেকে সংগৃহীত। যেহেত তাঁর সব লেখাই স্বতন্ত্র, এরা তাই তাঁর অন্য রচনার বিকল্প নয়। তবু একটি নিবার্চনের আবশ্যকতা ছিল, যাতে পাঠক একসঙ্গে হাতের কাছে তাঁর বিভিন্ন ধরণের রচনার নিদর্শন পান। সে জন্যই এই নির্বাচন।