দোতালার ব্যালকনিতে এসে থমকে দাঁড়ায় আসিফ। বাহ! বেশ চমৎকার মেয়েতাে ! কে এই ললনা? আসিফ খালার বাসায় বেড়াতে এসে আবিষ্কার করে মােহনাকে। মােহনা সেখানে লজিং থেকে ভার্সিটি পড়াশােনা করছে। প্রথম দেখাতেই বুকের বাম পার্শ্বে মােচড় দিয়ে ওঠে আসিফের। পাশাপাশি কাছাকাছি মিশতে মিশতে একজন হয়ে উঠে আরেক জনের পরিপূরক। ভালােলাগা থেকে জন্ম নেয় ভালােবাসার। ভালােবাসাকে আলিঙ্গন করার পাপে মােহনা হয়ে পড়ে অন্তঃসত্ত্বা। আসিফ জানেনা মােহনা অন্তঃসত্ত্বা। সে আনন্দ ভ্রমণে বিদেশ ওর ফুফুর বাসায় বেড়াতে যায় ।এদিকে শুরু হয় অন্ধকারের অতলে তলিয়ে যেতে যেতে গর্ভবতী এক নারীর তীব্র জীবনবােধ । কথােপকথন: নিজের ভুণের সাথে । ভ্রুণকে জানাতে। চায় এ পৃথিবীর সব অসংগতি আর অমানবিকতা । দ্বিধান্বিত হয় মােহনা। নিস্পাপ একটি প্রাণ কে পৃথিবীর নির্দয় জীবন সংগ্রামে নিক্ষেপ করা কি উচিত হচ্ছে। তার? মােহনার চোখে প্রেমিক পুরুষ আসিফ স্বার্থপর, দায়িত্বজ্ঞানহীন, আত্মকেন্দ্রিক-ভােগবাদী পুরুষদের প্রতিনিধি। আসলে আসিফ কি তাই, নাকি কোন যৌক্তিক পরিস্থিতির শিকার? গর্ভধারণের লজ্জা, অজস্র নিষেধের বেড়াজাল, সমাজের বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য করতে করতে মােহনা হয়ে উঠে ক্রমশ: প্রতিবাদী, নির্ভীক লড়াকু এক নারী। ভ্রণটি পৃথিবীর আলাে-বাতাসে আসবে তাে? আসিফ মােহনার কাছে। আর কি ফিরবে? জীবনের গভীরতম বােধগুলাে নিয়ে বাংলা সাহিত্যে আমার সামান্য এ প্রয়াস। নির্বাসিত নরকে’ বইটি আমার প্রিয় পাঠকগণ এর হাতে তুলে দিতে পেরে অনন্যা প্রকাশনীর প্রকাশক শ্রদ্ধেয় মনিরুল হক ভাইকে আন্তরিক ধন্যবাদ ও সশ্রদ্ধ সালাম।
এপার ওপার দুই বাংলার জনপ্রিয় লেখক। তার প্রতিটি লেখা স্বাতন্ত্র চিহ্নিত, অভিনব বিষয়বস্তু নিয়ে। পাঠকের নিজের মনের কথাগুলো কলমের খোঁচায় বই এর পাতায় সিদ্ধহস্তে ফুটিয়ে তোলেন। সাহিত্যে স্বীকৃতি হিসেবে ' মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড ২০২৪ পশ্চিমবঙ্গ ভারত , দি ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্ট' স অ্যাওয়ার্ড ২০২৪, ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, স্বাধীনতা স্নৃতিপদক , বঙ্গসভা পুরস্কার - ঢাকা ইউনিভার্সিটি, বাংলাভিশন ফাউন্ডেশন হতে নজরুল পদক' পুরস্কারে ভূষিত হন। পেশায় একজন চিকিৎসক। নবম শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় বাংলাদেশ বেতারের নাটক রচনা প্রতিযোগিতায় পুরস্কৃত হন। প্রথম আলো বন্ধুসভায় অনেক দিন লেখালেখিতে জড়িত ছিলেন। তার লিখিত বইগুলো মধ্যে- নির্বাসিত নরকে (উপন্যাস), আমায় রেখো প্রিয় প্রহরে (উপন্যাস) , নীল কাঁকড়া (থ্রিলার), দত্তক (গল্পগ্রন্থ) বিশেষভাবে উল্লেখযোগ্য। নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের মহিশো গ্রামে ১৯৮১ সালের ৭ ই মার্চ জন্মগ্রহণ করেন। দুই ছেলে আহনাফ, আরহাম, এক মেয়ে আইজাহ ও স্ত্রী আসমা উল হুসনা পূর্ণি কে নিয়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।