আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
ভয় তো আজ ভয়ঙ্করভাবে আমাদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। হাড় হিম করা ভয়! ভয়ের দাপটের চিহ্ন এতটাই ¯পষ্ট যে, অসহায় মানুষগুলো নিজেরাই ভয় পেয়ে গুঁটিয়ে থাকে। আর গুঁটিয়ে থাকাই একসময় তাদের স্বভাবে পরিণত হয়ে যায়। দেশজুড়ে এ স্বাভাবিক ভয় সঞ্চারিত করে চলারই উৎকট অভিযান দেখছি। সুযোগ পেলেই তারা প্রতিবাদী কন্ঠকে স্তব্ধ করে দিতে হাতে ধারালো অস্ত্র তুলে নেয়। কিন্তু প্রতিবাদী ওই গাজিয়ানবাদের মেয়েদের সাহসটুকু দেখে মনে হয়, ভয় পেয়ে সিটিয়ে যাওয়ার মতো অবস্থা এখনো হয়নি। দেশজুড়ে বিদ্বেষ দিয়ে মানুষকে ভাগ করার যে তৎপরতা, সেখানে ওই নির্ভীক প্রত্যয়ের কোনো বিকল্প নেই। তাদের মুখের ওপর বলে দিতে হবে ‘লোকের পানির তেষ্টা পেলে যেখানে পানি আছে সেখানেই পানি খাবে।’ এটাই মনুষ্যত্ব, এটাই ইনসানিয়াৎ। সবার আগে ইনসানিয়াৎকে জায়গা দেওয়া প্রয়োজন। যখন মানুষের ক্ষুধা পায়, তখন সেই ক্ষুধাকে ‘হিন্দু ক্ষুধা’ বা ‘মুসলমান ক্ষুধা’ বলে আলাদা করা যায় না। এ কথাগুলো মনে রাখা আমাদের কাজ, আমাদের দায়িত্ব। এটাই হোক আজকের দিনের বিপ্লব, আজকের দিনের সামাজিক রূপান্তর। এ বিশ্বাসেই লেখা কয়েকটি প্রবন্ধ দিয়ে সাজানো হয়েছে বইটি।