সন্মিত্রা পড়লে পাঠক অন্যমাত্রার অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং ভিন্নমাত্রার আনন্দে অভিভূত না হয়ে পারবেন না। একটি উপন্যাসের চরিত্রে সাত জন নোবেল পুরস্কার বিজয়ীর আনোগোনা এবং অনুরূপ আরো চরিত্ররাজির বহুবৈষয়িক কথোপকথন অভিভূত করার মতোই বই কি। সংলাপ ও চরিত্রস্বরূপতার দিকে লক্ষ রেখে কুশলী সজ্জায় সজ্জিত করার কারণে সন্মিত্রা দার্শনিক বিশ্লেষণ- শোভিত একটি ভীষণ ও মনোহর মনস্তাত্ত্বিক উপন্যাসে পরিণত হয়েছে। এখানে সজ্ঞানে ভীষণ ও মনোহর শব্দদুটো ব্যবহার করা হয়েছে।
এখানে প্রেম আছে। আছে দ্রোহ, আদর-ঘৃণা, ফুল-রক্ত এবং প্রাত্যহিক জীবনের খুঁটিনাটি বিষয়ে যোজিত ভালোবাসা, অভিমান আর জয়ে জয়ে পরাজয়। প্রাপ্তি- অপ্রাপ্তির জটিল জীবনবোধকে বিদগ্ধ রম্যতার সাবলীল ভাষা দিয়ে নিকষ বাস্তবতার সমাহিত সৌকর্ষে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
জামাল নজরুল ইসলাম, স্টিভেন হকিং, অমর্ত্য সেন, প্রফেসর আবদুস সালাম, অমিয় চক্রবর্তী, মাসাহিতো, সুসানা ইয়োগানা, প্রফেসর রচনা, পিসি রায়, প্রমিতা দাস লাবণী, মাদার মারিয়া, দার্শনিক চিকুচি, লুসি, রবার্ট, অমিয় বাগচী, জয়ন্ত নারলিকর, ওয়েনবার্গ, জোসেফসন, ফ্রিম্যান ডাইসন, রিচার্ড ফাইনম্যান, সুব্রহ্মনিয়াম চন্দ্রশেখর, জিম মার্লিস, রজার পেনরোজ, জ্যা অ্যান্দুজ, মার্টিন রিজ, লইজ জনসন, হোয়েল, জ্যাজ ওয়ান, জন টেইলর, সৈয়দ আবুল হোসেন, মোস্তফা