32 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 780TK. 546 You Save TK. 234 (30%)
Related Products
Product Specification & Summary
ইতিহাসবিমুখ জাতি শেকড়বিহীন গাছের মতো। শেকড়বিহীন গাছ যেমন নিজের আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, ঠিক তেমনই ইতিহাসবিমুখ জাতি কখনো পৃথিবীর বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না। মুসলিম জাতি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কীর্তিমান জাতি। তাদের ইতিহাস ও ঐতিহ্যের সামনে পৃথিবীর যে কোনো যুগের যে কোনো জাতির ইতিহাস ম্লান হয়ে যাবে—এ কথা ইউরোপীয় ইতিহাসবিদরা পর্যন্ত স্বীকার করেন।
কিন্তু দুঃখের বিষয় হলো, জাতি হিসেবে আমরা চরম ইতিহাসবিমুখ। হাতেগোনা গুটিকয়েক ইতিহাসপ্রেমী থাকলেও সামগ্রিকভাবে ইতিহাসের প্রতি আমাদের তেমন একটা আগ্রহ নেই। এই ইতিহাসবিমুখতার সুযোগে শত্রুরা আমাদের ইতিহাসের পাতাগুলোতে হস্তক্ষেপের সুযোগ পেয়েছে। তারা নিজেদের মতো করে আমাদের ইতিহাস লিখে তা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে। আমাদের ইতিহাসের কীর্তিমান ব্যক্তিদের নামে নানা রকম মিথ্যে ও বানোয়াট অভিযোগ তৈরি করে তা বিভিন্নভাবে প্রচার করেছে।
মুসলিম জাতির একটি বৃহৎ অংশ তাদের লিখিত সেই মুখরোচক ইতিহাস পাঠ করেই বেড়ে উঠেছে। তাই মুসলিম হিসেবে তাদের কোনো আত্মমর্যাদা নেই। নেই জাতি হিসেবে তাদের কোনো আত্মপরিচয়ও। ইতিহাসবিমুখতার কালো অধ্যায়ের সমাপ্তি ঘটুক—এই প্রত্যাশা ও প্রয়াস হোক সুসংহত। মুসলিম উম্মাহর সোনালি ইতিহাস ও ইতিহাসের মহানায়কদের জীবন-ইতিহাস পৌছে যাক প্রত্যেক তরুণ-তরুণীর হাতে।