সবে মাত্র যুদ্ধের শেষ হলো। ঘর বাড়ি বিধ্বস্ত সবাই যার যার হাতে তৈরি করছে বাড়ি ঘর। রাস্তাঘাটে পড়ে আছে মাথার খুলি মানুষের হাড়। কুকুর শেয়াল টানাটানি করে নিয়ে যাচ্ছে মানুষের লাশ। নদীতে ভেসে যাচ্ছে লাশের স্তুপ। মুক্তিযোদ্ধারা বাড়ি বাড়ি ফিরছে কে বেঁচে আছে কে নেই হাহাকারে ভেসে যাচ্ছে গাঁও গ্রাম।
নিজেই নিজেদের হাত লাগিয়েছে কাজে। যারা বাড়ি ছেড়ে দূরে ছিলো তারাও ফিরে আসছে বাড়িতে। এর মাঝে বিলেত থেকে আসলেন আফজাল সাহেব। আফজাল সাহেব মায়ের পা ছুঁয়ে সালাম করে কান্নায় ভেঙ্গে পড়েন। মা পুত্রের অনেক বছর পর দেখাদেখি।