Category:রচনা সংকলন ও সমগ্র
অধ্যাপক আতাউর রহমান একজন খ্যাতিমান রম্য সাহিত্যিক, যিনি বাংলা সাহিত্যে বিশেষ করে রম্য রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রচনাসমগ্রে হাস্যরস, বিদ্রূপ, সমাজ-ব্যঙ্গ এবং মানবজীবনের বিচিত্র দিকগুলোকে মজার ও গভীর ব্যঞ্জনায় উপস্থাপন করা হয়েছে।
আতাউর রহমানের রম্য রচনাসমগ্র বাংলা সাহিত্যে রম্য রচনার একটি সমৃদ্ধ সংগ্রহ। তিনি সাধারণ মানুষের জীবন, সমাজের বিচিত্রতা এবং দৈনন্দিন ঘটনার ভিতর থেকে হাস্যরস ও ব্যঙ্গ তুলে ধরেছেন সহজ ভাষায়, তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর রসিক দৃষ্টিভঙ্গিতে। তাঁর রচনায় রয়েছে বুদ্ধিদীপ্ত কৌতুক, তীক্ষ্ণ ব্যঙ্গ এবং মানবজীবনের নিস্তরঙ্গতাকে রসিকভাবে চিত্রায়ণের চেষ্টা। পাঠককে হাসানোর পাশাপাশি তিনি ভাবনাতেও ডুবিয়ে দেন, যা তাঁর রম্য রচনাকে শুধু বিনোদন নয়, বুদ্ধিবৃত্তিক আনন্দের উৎসে পরিণত করেছে।
Report incorrect information