“মধ্যবিত্ত" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
অজস্র স্বপ্ন, সুখ-দুঃখ, হাসি-কান্না আর আপনজনকে হৃদয়ের সুতােয় বেঁধে এগিয়ে যাওয়া মানুষগুলাের গল্প । বড়াে আপা, মেজো বুৰ্ব, ছােটো ফুপু, ফারুক ভাই, মিন্টু, ছােটো চাচি, মেজো চাচা, ছােটো কাকা, নিলু আরও কত কত চরিত্র আমাদের মধ্যবিত্ত মানুষের সুখ-দুঃখের সহযােগী। মান-অভিমান, টানাপড়েন, আস্থা, বিশ্বাস-অবিশ্বাস, অবহেলা আর দ্বিধাহীন ভালােবাসার সমদ্র মধ্যবিত্ত জীবন। প্রতিনিয়ত স্বপ্ন পুষে এগিয়ে যাওয়া মধ্যবিত্ত মানুষগুলাে যেমন ঢেড়সভাজি খেয়েও তৃপ্তির ঢেকুর তােলে, তেমনি অজস্র স্বপ্নভঙ্গের কষ্ট হতাশা আর ক্ষোভও যেন মুড়িয়ে রাখে । অনেকখানি। তারপরও দিনশেষে মধ্যবিত্ত পরিবারের মানুষ সমুদ্রসম স্বপ্ন আর ভালােবাসা নিয়ে নতুন একটা দিনের প্রহর গােনে। কেন জানি এই প্রহর গােনার মাঝে কী এক তৃপ্তি, ভালােবাসা আর ভালােলাগার মায়া জড়িয়ে থাকে। এই মায়া, মধ্যবিত্তের মায়া। মধ্যবিত্ত গল্পগ্রন্থে পনেরােটি গল্পে ছােটো ছােটো করে সাজানাে এমন অনেক মায়া, ভালােবাসা, ক্ষোভ, হতাশা আর স্বপ্নের স্বাদ প্রতিটি গল্পপাঠেই পাওয়া সম্ভব হবে বলে বিশ্বাস করি।