79 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 400TK. 299 You Save TK. 101 (25%)
Related Products
Product Specification & Summary
“ডিপ্লোমা এনাটমি এবং ফিজিওলজি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
চিকিৎসা সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার । চিকিৎসার মাধ্যমে মানবসেবা করা যায়। ভাল চিকিৎসা করতে পারলে মানুষের দোয়া পাওয়া যায়। কিন্তু চিকিৎসা সেবা প্রদান করা খুব সহজ কাজ নয়। উপযুক্ত চিকিৎসা পেলে যেমন একজন অসুস্থ মানুষ সুস্থ হয়, ঠিক তেমনি ভুল চিকিৎসার কারণে একজন মানুষের মৃত্যুও হতে পারে। তাই [চিকিৎসা সেবাকে সবসময় সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। চিকিৎসা সেবা দেয়ার জন্য সবসময় কঠিন অধ্যবসায় করতে হবে।
যাতে করে চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে মানুষ কিছুটা হলেও জানতে পারে সেই লক্ষ্য নিয়েই এই বইটি লিখা। বিভিন্ন রকম রােগ নিয়ে মানুষের নানা কৌতুহল আছে, কারাে আছে নানান ধরনের অন্ধ বিশ্বাস। চিকিৎসা পদ্ধতি সঠিক ভাবে জানা বুদ্ধিমানের কাজ। প্রত্যেকটা পরিবারের লােকজন কোনাে না কোনােভাবে অসুস্থ হচ্ছে, কোনাে না কোনাে রােগে ভুগছে। সাধারণ একটি রােগ হলেও মানুষ ঘাবড়ে যাচ্ছে, তখন বুঝতে পারে
যে কি করবে। অথবা, এমনও দেখা গেছে পাতলা পায়খানা হচ্ছে, কিন্তু গুরুত্ব না দেয়ার কারণে রােগী মারা গেছে। তাই প্রত্যেক মানুষেরই উচিত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছুটা হলেও সাধারণ জ্ঞান অর্জন করা।
আশা করি এই বইটি পল্লী চিকিৎসক সহ সব স্তরের মানুষের কাছে গ্রহণ যােগ্যতা পাবে ইনশাল্লাহ। মনােযােগ দিয়ে প্রত্যেকটি অধ্যায় অধ্যয়ন করার জন্য সবার প্রতি অনুরােধ রইল। এই বইয়ে কিছু ভুল থাকতেই পারে, সেগুলােকে বেশি বড় করে না দেখে বইয়ের উপকারী দিক গুলাে সবাই ভালভাবে গ্রহণ করবেন ইনশাল্লাহ। তবে যদি বড় কোনাে ভুল কারাে দৃষ্টিগােচর হয়, তা সংশােধনের জন্য যােগাযােগ করার অনুরােধ রইল।
মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাই, যাতে আমরা সবাই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারি এবং যাতে চিকিৎসার মাধ্যমে মানবসেবা করতে পারি । চিকিৎসাবিদ্যা সম্পর্কে কোনাে কিছু লিখতে হলে অনেক জ্ঞানের প্রয়ােজন। আমি আমার স্বল্প জ্ঞান নিয়ে এই বইটি লিখলাম, তাই কোনাে ভুল ভ্রান্তি পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরােধ রইল এবং সেই সাথে এই বইটি সবাই উপকারে আসবে (ইনশাল্লাহ) সেই আশায় করছি।