আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
ভোর হয় হয়।
শম্ভু করাতির সমস্ত রাত্রি দুচোখের পাতায় জোড়া লাগেনি। এমন কখনও হয় না। রাত্রি নিবিড় হলেই ঘুমে দুচোখ বন্ধ হয়ে আসে। চোখের পল্লব কোনো ক্রমেই খোলা রাখা যায় না। তার যুবতী টগবগে বউও দেহের ওম দিয়ে তাকে জাগিয়ে রাখতে পারে না। সেই ঘুমকাতুরে শম্ভু করাতির রাত বিনিদ্র কেটে যায়। এখনই গোয়াল ঘরের কড়িকাঠে থাকা রাতা কুক্কুটটি খোলা আঙিনায় এসে কুডুকু কুঁ শব্দে দিনের আগমন বার্তা প্রচার করবে।
কুক্কুটটি অদ্ভুত! কুক্কুটীদের সাথে খোয়াড়ে রাত কাটায় না। সন্ধ্যা ঘনিয়ে এলে গোয়াল ঘরে পাটখড়ির ছাউনি দেওয়া চালের নিচে নির্দিষ্ট একটা স্থানে লাফিয়ে ডিঙিয়ে গিয়ে বসবে।