14 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 280TK. 249 You Save TK. 31 (11%)
Related Products
Product Specification & Summary
আমার মার হাওর অঞ্চল নিয়ে আগ্রহ বেশি ছিল না। আসি আমার দুই বন্ধুর আমন্ত্রণে। তারা দুজনই ক্রাইম ফিকশনের লেখক, আমিও তাই। তাদের মূল নাম এখানে আমি উল্লেখ করছি না, কারণ আপনারা চিনে ফেলতে পারেন। এবং তাতে তৈরি হতে পারে নানাবিধ সমস্যার। তাই তাদের নাম হিসেবে ব্যবহার করছি জ্যাক ও পামুক।
জ্যাক আমাকে ফোন দিয়ে আমন্ত্রণটা দেয়, 'আমরা, আমি আর পামুক হাওরে যাচ্ছি, তুই কি আমাদের সাথে আসবি?'
আমি ইতস্তত বোধ করি। কারণ যদিও এরাই আমার সবচাইতে ভালো বন্ধু এবং এদের সাথেই আমার আড্ডা জমে বেশি ভালো, তথাপি এরাই আমার সবচেয়ে বড় শত্রুও বটে। এই শত্রুতা বন্ধুতার চাইতেও ব্যাখ্যাতীত। তিনজনই একসাথে কলেজে পড়ালেখা করেছি। তিনজনেরই সেই সময় থেকেই লেখালেখি শর এবং এ সংশ্লিষ্ট আলোচনা আমরা তখন থেকেই করতাম।