আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
ক্লাসের মধ্যে সবচেয়ে গবেট ছাত্রটি হলো তুর্য। নিশ্চিন্তপুর হাই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে। গবেট বলার কারণ হলো, প্রায় প্রতিটি পরীক্ষায় ফেল করে। স্যাররা যেন ইচ্ছে করে সবগুলি রসগোল্লা ওকেই দেয়। রসগোল্লা হলো শূন্য মানে ডাবল জিরো। অনেকে আবার বলে ঘোড়ার ডিম, ধরাও যায়না, খাওয়াও যায় না। মুরগির ডিম হলে তবুও চলত। নিদেন পক্ষে খাওয়া তো যেত। তুর্যের শরীরটা দশাসই দেখলে কি হবে মাথা ভর্তি তো শুধু গোবর। বুদ্ধিশুদ্ধি বলতে কিছু নেই। কারণে অকারণে ক্লাসের অনেক ছেলে ওকে খোঁচায়, মারে। তুর্য কোনো প্রতিবাদ করে না। কারণ গবেটরা তো কোনো প্রতিবাদ করতে পারে না। তাই শুধু থেকে থেকে মার খায়। প্রতি পিরিয়ডেই শিক্ষক/ছাত্র-ছাত্রীরা ওকে নিয়ে হাসাহাসি করে। যেন মিরপুর চিড়িয়াখানার বানর।