Category:সমকালীন উপন্যাস
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
ভালোবাসার প্রতি দু'জন মানুষের ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়েই বইটি সাজানো হয়েছে।রিমি,সিমি রা তিন বোন।পারিবারিক বন্ধুত্বের সূত্রে সফিক সাহেবের সাথে পরিচয় ঘটে তাদের।এই পরিচয়েই রিমি তার সাথে বেশ ভালো একটা বন্ধুত্ব গড়ে তুকলে সক্ষম হয়।এই সম্পর্কটা কি বন্ধুত্বই ছিলো নাকি বন্ধুত্বের আড়ালে আরো একটুখানি বেশি কিছু ছিলো সেটা রিমি'র বিয়ের সানাই বাজার আগে বোঝা যায় নি।
মানুষদুটো যখন আলাদা হয়ে যাবার উপক্রম হলো,তখনই কেন জানি অজানা এক মায়াজালের কারণে তারা কাছে আসতে চাইলো বারবার।এতদিনের পরিচয়টা কি আসলেই ভালোবাসায় রূপান্তর ঘটেছিলো?এর মধ্যে এসব সমস্যা সমাধানের লক্ষ্যে প্রীতি দেশে চলে আসে।সিমি প্রাণপণে চেষ্টা চালিয়ে যেতে থাকে একটা সুন্দর সমাধানের। কিন্তু,কিছুতেই যেন কিছু হচ্ছিলো না।রিমি'র মাথা ব্যথাটা বেশ বেড়ে যায় মাঝেমধ্যেই। এভাবেই গল্প এগুতে থাকে।
একেবারে অন্তিম মূহুর্তে রিমি তার বহুল আকাঙ্ক্ষিত বাক্যটি শুনতে পদয় সফিকের মুখ থেকে।প্রথমে নিজের বিশ্বাস না হলেও,যেটা সত্য তা তো মেনে নিতেই হবে।একজন সফিকের তার ভালোবাসার মানুষটাকে সর্বদা সুখে রাখার আপ্রাণ চেষ্টা খুব সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন বইটিতে।
প্রধান চরিত্রঃ রিমি,সফিক,সিমি।
-পাঠ প্রতিক্রিয়াঃ নির্ভেজাল প্রেমের উপন্যাস বলতে যা বোঝায় লেখক সেটাই পাঠকদের উপহার দিয়েছেন।
Report incorrect information