১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত! আজই হোক আপনার কাঙ্ক্ষিত অর্ডার!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত! আজই হোক আপনার কাঙ্ক্ষিত অর্ডার!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
যা যা ছাড়া গণিতকে অসম্পূর্ণ বলা যায় তার একটি হচ্ছে জ্যামিতি। আধুনিক প্রকৌশলবিদ্যা ও স্থাপত্যবিদ্যা থেকে শুরু করে আরো অনেক ক্ষেত্রেই জ্যামিতির গভীর এবং সুস্পষ্ট ব্যবহার রয়েছে। এই বইটি মূলত আমাদের দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নিয়মিত ছাত্রছাত্রী যারা জ্যামিতির ভীতিকে দূর করতে চায় এবং গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য লেখা।
গণিত অলিম্পিয়াডসহ সকল প্রতিযোগিতায় জ্যামিতিক সমস্যায় হাত পাকা করার ভাল উপায় হলো। বারবার অনুশীলনের মাধ্যমে জ্যামিতিক টুলসগুলো ভাল করে জেনে তার সঠিক প্রয়োগ করা। এই বইটিতে অনেকগুলো টুলস প্রয়োগের কৌশল দেখানো হয়েছে।
জ্যামিতি যেমন গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তেমনিভাবে জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ত্রিভুজ। জ্যামিতির আলোচনার একটি বড় অংশ জুড়ে রয়েছে ত্রিভুজের আলোচনা। আমাদের এই বইয়ের মূল ফোকাস ত্রিভুজ। বিন্দু, সরলরেখার সংজ্ঞা দিয়ে শুরু করে আলোচনা এগিয়ে গিয়েছে। ত্রিভুজের সর্বসমতা, সদৃশ ত্রিভুজ, ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নিয়ে। এছাড়া সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের মতো বিশেষ ত্রিভুজ নিয়েও বিশদ আলোচনা করা হয়েছে বইয়ের শেষ অধ্যায়ে আলোচনা করা হয়েছে ত্রিকোণমিতি নিয়েও।গুরুত্বপূর্ণ কথাগুলি বক্সে দেয়া থেকে শুরু করে প্রতিটি অধ্যায়ের শেষে পাঠকদের জন্য পর্যাপ্ত সমস্যা অনুশীলনের জন্য দেওয়া হয়েছে।
তাই গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী। ও সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে জ্যামিতির ভয়কে জয় করতে চায় এমন পাঠকের জন্য বইটি বিশেষ উপযোগী।
ফিকশন নন-ফিকশন বই এর বাইরে বিজ্ঞান ও গণিত বিষয়ক বই এর একজন তরুণ লেখক দীপু সরকার। দীপু সরকার ১৯৯২ সালের ১৭ই মার্চ বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পিরোজপুর জেলার বিন্না গ্রামে। তার বাবা এইচ কে সরকার ও মা মৃদুলা রানী সরকার। ২০০৭ সালে বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ২০০৯ সালে অমৃতলাল দে কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। এরপর দীপু স্নাতকজীবন শুরু করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে। ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস দীপু সরকারের। সকল বিষয়ের মধ্যে গণিত ও বিজ্ঞানের প্রতি ছিল তার আলাদা আকর্ষণ। সেই আগ্রহকে লেখালেখির মাধ্যমে আরেক রূপ দান করেন তিনি। শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান ও গণিত বিষয়ক ভয়-ভীতি দূর করে মজা করে পড়া ও শেখার উদ্দেশ্যে বই লেখা শুরু করেন। এ পর্যন্ত দীপু সরকারের বই এর সংখ্যা ৮টি। দীপু সরকার এর বই সমূহ হলো ‘গল্পে চিত্রে বীজগণিত’, ‘জ্যামিতি: লক্ষ্য যখন অলিম্পিয়াড’, ‘কম্বিনেটরিক্স: গণিতের মজার দুনিয়া’, ‘জ্যামিতির যত কৌশল’, ‘সংখ্যাতত্ত্ব: লক্ষ্য যখন অলিম্পিয়াড ইত্যাদি। একাডেমিক বই ছাড়াও, দীপু সরকার এর বই সমগ্র ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলবে, গণিতকে আরও সহজ করে তুলবে এবং অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিত সম্পর্কে গভীরভাবে জানতে সাহায্য করবে। বর্তমানে তিনি টেকনিক্যাল ম্যানেজার হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড তথা বিটিসিএল এ কর্মরত আছেন। লেখালেখির পাশাপাশি তিনি গণিত অলিম্পিয়াডের টিমের সাথেও যুক্ত।