Category:#5 Best Seller inপশ্চিমবঙ্গের বই: ঐতিহাসিক ব্যক্তিত্ব
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
নেপোলিয়ন ও ফ্রান্স
ভূমিকা
নেপোলিয়নের সময় থেকেই তাঁর ওপরে যে পরিমাণ গ্রন্থ রচিত হয়েছে তার থেকে তাঁর এবং তাঁর অধীনস্থ ফ্রান্স ও ইয়োরোপ সম্পর্কে আগ্রহের পরিধি সম্যক বোঝা যায়। এর মধ্যে অনেক রচনা নেপোলিয়নের জীবন এবং তাঁর ব্যক্তিগত ইতিহাসকে ঘিরেই তৈরি হয়েছে। এই রচনায় নেপোলিয়নের প্রেম ও ভালোবাসা এবং ব্যক্তি জীবনের অন্যান্য দিক সম্পর্কে বিশেষ আগ্রহ লক্ষ করা যায়। ফরাসীরা এই ঐতিহ্যকে ক্ষুদ্র ইতিহাস ( la petite histoire) বলেন। এধরনের গ্রন্থ থেকে নেপোলিয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট বা ফ্রান্স ও ইয়োরোপে তাঁর অবস্থান নির্ণয় করা সহজ নয়। তাঁর সম্পর্কে ঐতিহাসিকদের আগ্রহও কম নয়। এ সম্পর্কে বিস্তৃত ধারণা পাওয়া যায় পিটার গেইল-এর নেপোলিয়ন : ফর এ্যান্ড এগেইনস্ট গ্রন্থে। ঐতিহাসিকেরা তাঁর পক্ষে এবং বিপক্ষে আছেন। সব মতের মাঝখানে নিরপেক্ষ ঐতিহাসিক বিচারের প্রয়াস করা হয়েছে। আমরা ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইতিহাসের সঙ্গে এবং ফরাসী বিপ্লবের সঙ্গে নেপোলিয়ন পর্বের যোগসূত্রটি সন্ধান করার চেষ্টা করেছি। নেপোলিয়নের সামরিক প্রতিভার বিচার, তাঁর যুদ্ধের বিশ্লেষণ বা নায়ক/বীর নেপোলিয়নকে উপস্থিত করার প্রয়াস আমরা নিইনি। তাঁর ক্ষমতায় উত্থানের পরে ফ্রান্সের রাজনৈতিক-সামাজিক রূপান্তর আমাদের অন্বিষ্ট। নেপোলিয়নের অবস্থান দুই শতকের মাঝখানে। আঠারোই ব্রুমেয়ারের আগে কি ঘটেছিল এবং তার সঙ্গে তার পরবর্তী ঘটনার যোগসূত্র ও সম্পর্ক বোঝা প্রয়োজন। ফরাসী বিপ্লবকে বাদ দিয়ে নেপোলিয়নের ইতিহাস রচনা সম্ভব নয়। ১৭৮৯ থেকে ১৮১৫-র ইতিহাসে একটি ঐক্য আছে। ১৭৯৯-এর ১৮ই ব্রুমেয়ারের বিভাজিকার সঙ্গে এই ঐক্যেরও বিশেষ ভূমিকা আছে।
Report incorrect information