ভ্রমণ অভিধান
ভূমিবা
দীর্ঘদিনের প্রচেষ্টায় ‘ভ্রমণ অভিধানের' ১ম খণ্ড প্রকাশিত হতে চলেছে। এতে স্থান পেয়েছে উত্তরাখণ্ড, হিমাচল, 'পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং উত্তর-পূর্ব ভারতের ‘আট বোন’ অর্থাৎ আটটি রাজ্য যেমন— সিকিম, ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যাণ্ড, অরুণাচল ও মেঘালয়। মোট ১২টি রাজ্যের দ্রষ্টব্যস্থানগুলির সংক্ষিপ্ত বর্ণনা, পথ নির্দেশিকা ও অস্থায়ী আবাসন ইত্যাদি বিষয়ে সঠিক তথ্য পরিবেশনের চেষ্টা করেছি।