অফিসে যাওয়ার পথে আজ বেশ ফুরফুরে লাগছে। পাশে ফাহিম। দু'জনে টুকি টাকি গল্প করছিল। পুরোন দিনের আর আগামীর গল্প। এইসব গল্প বড় ভালো লাগে। বর্তমান সময়টা হলো মানুষের রূঢ় বাস্তব। অনেকেই তাকাতে চায় না। অতীত থেকে টেনে আনা আনন্দের স্মৃতি কিংবা কল্পনায় রঙিন একটা ভবিষ্যৎ মনকে সুখ দেয়।
বিজয় সরনীর সিগনালটাতে আজকাল অনেকক্ষণ আটকে রাখে। এখানেই মূলত দেরিটা হয়। তাছাড়া ট্রাফিক জ্যামতো আছেই। দিন দিন ঢাকা শহরে জ্যাম বেড়েই চলেছে। গাড়ির সংখ্যা যেভাবে বাড়ছে বিকল্প রাস্তা সেভাবে তৈরি হচ্ছে না। দু'এক জায়গায় ফ্লাইওভার থাকলেও ফ্লাইওভার থেকে নেমে আবার সব গাড়ি একসাথে হয়ে জ্যাম তৈরি করে। সিগনালে গাড়িটা প্রায় ১০ মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আর কতক্ষণ লাগবে কে জানে? গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাল মিলিয়া। আকাশে মেঘ জমেছে। যে কোন মুহূর্তে বষ্টি শুরু হয়ে যাবে। মেঘ দেখতে দেখতে