কঁচা নদীর ভাটির দিকে বলেশ্বর নদীর পূর্ব পাড় ঘেঁষে ছোট্ট একটি গ্রাম- বর্গীরভিটা। হিন্দু-মুসলমান মিলিয়ে প্রায় দেড় হাজার লোকের বাস। ১৯৪৭ সনে ভারত বিভাগের পূর্বে এখানে মুসলমান ও হিন্দু জনসংখ্যার অনুপাত প্রায় সমান ছিলো। বিভাগ-পরবর্তী সময়ে অনেক হিন্দু ক্রমাগত ভারতে চলে যাওয়ায় ১৯৫০ দশকের শেষ দিকে তাদের অনুপাত ৭০:৩০ দাঁড়ায়।
প্রায় পৌনে দু'শ বছর আগে অত্র অঞ্চল গভীর সুন্দরবনে আবৃত ছিলো। অষ্টাদশ শতাব্দীর একেবারে শেষ দিকে জঙ্গল আবাদ করে এখানে জনবসতি গড়ে ওঠে। জনবসতির প্রথম দিক থেকে এখানে প্রধান দু'টি গোত্র বাস করে আসছে। একটি দক্ষিণ পাড়ার মুসলমান খাঁ গোত্র ও অপরটি পশ্চিম-দক্ষিণ পাড়ার হিন্দু ভৌমিক গোত্র। পাড়া দু'টির মাঝখানে প্রায় আধা কিলোমিটার বিস্তৃত খোলা মাঠ বা মৌসুমে ফসলের ক্ষেত। শুকনা মৌসুমে মেঠোপথে পাঁচ মিনিটের দূরত্ব ও বর্ষা মৌসুমে লোকালয়ের আঁকাবাঁকা সরু পথ দিয়ে ঘুরে যেতে হয় বলে তা ১২-১৫ মিনিটে দাঁড়ায়।