“নিমগ্নে নগ্ননৃত্য” বইটি সর্ম্পকে কিছু কথাঃ
কবিতা চিরকালীন সৌন্দর্যের আধার। লিটন মোস্তাফিজ-এর নিমগ্নে নগ্ননৃত্য কাব্যগ্রন্থে সেই চিরকালীন সৌন্দর্যের আধার ফুটিয়ে তোলা হয়েছে। আধুনিক কবিতার নিমগ্নপাঠ এ কাব্যে সার্থকভাবে তুলে ধরা হয়েছে। আধুনিক জীবনবোধ, সমস্যাসম্পৃক্ত মানব-মানবীর মানবিক-অমানবিক ও জৈবিক প্রবৃতি, অজানা আরও চারপাশের চেনা-জানা গল্পকে কবিতায় রূপ দিয়ে লিটন মোস্তাফিজ অনন্য ব্যঞ্জনা সৃষ্টি করেছে।