একদিন তাঁর যশ খ্যাতি প্রতিপত্তির কোনো অভাব ছিল না। ছিল কাড়িকাড়ি টাকা। টাকার একটা দাপট সর্বকালেই ছিল। এখনো আছে। এই টাকা নিয়ে একটা প্রবাদও আছে। খোদা বিশ আর টাকা উনিশ। তা হলে টাকার ক্ষমতা অনেক। আর টাকার এই অসীম ক্ষমতা আছে বলেই মানুষ পাগলা ঘোড়ার মতো দিন রাত টাকার পেছনে ছোটে। শুধু টাকা চাই টাকা। টাকার দরকার নেই এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। একজন বড্ড পাগল, তার দিকে কেউ যদি টাকা বাড়িয়ে দেয় গপ করে নিয়ে নেবে।
কখনো না করবে না। তার মানে একজন পাগলেরও টাকার দরকার সেও টাকা চিনে। টাকা কি জিনিস তা উপলব্ধি করতে পেরে। যার টাকা আছে সমাজে তার দাপটও মূল্যায়ন আছে কিন্তু এই দাপট স্থায়ী নয়। অস্থায়ী খুব অল্প সময়ের জন্য। যখন টাকা নেই তখন ক্ষমতাও নেই। দাপটও নেই। সব কিছু তলানিতে এসে ঠেকে। নিজেকে তখন খুবই অসহায় বোধ করে। চলার গতি হারিয়ে ফেলে। তাই বুঝতে হবে ভাবতেও হবে, মানুষের জীবনে উত্থান ও পতন আছে। উত্থান যেমন মানুষের জীবনে যশ ও খ্যাতি এনে দেয় তেমনি পতনও এনে দেয়।
Report incorrect information