সময়ের এক শুভক্ষণে শিউলি রানী দেবী আর ধনঞ্জয়ের বিয়ে হয়। সে বিয়েতে তেমন ঘনঘটা ছিল না। বিয়ের পরদিনেই ধনঞ্জয়কে তার কর্মস্থল ঢাকায় চলে যেতে হয়। ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণে যোগ দেয় রেসকোর্স ময়দানে ধনঞ্জয়। তার মাথায় বাঁধা লালফিতা। শ্রমজীবীদের বিপ্লবের প্রতীক লাল ফিতা। লাল ফিতা বাঁধা মাথাটা সগর্বে জনতার দৃষ্টি আকর্ষণ করাতে চেষ্টা করে ধনঞ্জয়। ধনঞ্জয়ের রক্তের অনুকণাতে শিহরণ তোলে বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বান। 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
তারপর আসে ২৫শে মার্চের কালরাত। নির্দয় নিষ্ঠুর এক রাত। অপারেশন সার্চলাইট নামে ঘুমন্ত ঢাকা নগরীর বুকে গর্জন তুলে পাকিস্তানী হানাদারদের মারণাস্ত্র। চালায় হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, ধর্ষণের মত পাশবিকতা।