5 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 400TK. 349 You Save TK. 51 (13%)
Product Specification & Summary
আষাঢ় মাসে গ্রামবাংলায় যখন দীর্ঘ বর্ষণের ধারা একটানা বয়ে চলে তখন কাঁথার ভেতর জুবুথুবু হয়ে দাদা-দাদী, নানা-নানীর চারপাশ ঘিরে গল্পের আসর বসে থাকে। দাদা-দাদী-নানা-নানীরা তখন তাদের অখণ্ড অবসরগুলােতে নাতি-নাতনীদেরকে মজার মজার সব গল্প বলে এক অদ্ভুত আনন্দানুভূতি খুঁজে পান। তাই তাঁদের গল্পের বিষয়বস্তু ও পরিবেশনের ঢঙ বেশ আকর্ষণীয় ও মজার হয়ে থাকে। আষাঢ় মাসে গল্প বলার সঙ্গে এসব গল্প বলার আপাতত একটা সম্পর্ক রয়েছে বলে এদেরকে এক কথায় আষাঢ়ে গল্প বলা হয়। কিন্তু তাই বলে নাতি-নাতনীরা শুধু আষাঢ় মাসেই তাদের দাদা-দাদী, নানা-নানীর কাছে গল্প শুনে থাকে—এমন কোনাে কথা নেই। একই গল্প তারা তাদের প্রিয় নানা-নানী-দাদা-দাদীর কাছে শীতের কনকনে রাতে খড়ের আগুনের পাশে গাদাগাদি হয়েও শুনতে পারে। কিংবা অন্য কোনাে অবসর সময়ে। সময়ের ভিন্নতায় কিংবা ক্ষেত্রবিশেষে এসব গল্পের বিষয়বস্তুর ধরন ও পরিবেশনের ঢঙ প্রায় একই রকম বলে এ ধরনের সব গল্পই আষাঢ়ে গল্প বলে পরিচিত।