আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
আজ সকালে নীরদের একটু তাড়াতাড়ি করে ওঠার কথা ছিল। কিন্তু নিদ্রার চাদরে আবৃত হলে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। আজকে ক্লাস অবশ্য দশটায়। ওর ওঠা হলো আটটা বেজে চল্লিশে। যাক নয়টা দশ-এর গাড়ি ধরতে পারলেই চলে। ওর বাসার কাছের রাস্তা হয়েই বিশ্ববিদ্যালয়ের তিনটা গাড়ি যায়। মৈত্রী গাড়িতেই ওর বেশিরভাগ সময় যাওয়া-আসা হয়। আর মৈত্রী গাড়িতে যে চাপাচাপি! তারপরও ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে যেতে বিরল আনন্দ উপভোগ করে। সকালের নাশতাটা বাসায় করা হলো না। তড়িঘড়ি করে তৈরি হয়ে রিকশায় করে বাসস্ট্যান্ডে গেল ও। লোকপ্রশাসনের নিহাল যথারীতি আগেভাগেই উপস্থিত। নীরদকে দেখে বলল ও, বিমর্ষ মনে হচ্ছে!
আরে ঘুম থেকে উঠতে দেরি হলো। কোনো রকম তৈরি হয়ে এলাম। গাড়ি কি আসবে না?
আসবে। এখনও তো পাঁচ মিনিট বাকি।