বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
সুন্দরী অনেকেই কিন্তু আগুনসুন্দরী কেউ কেউ। এমনই একজন অপরুপ সৌন্দর্য ও লাবণ্যময়ি নারী নীকিতা। ধনি বাবার আদরের সন্তান। রুপে যেমন আগুনসৌন্দর্য্যের অধিকারিনী তেমনি গুনেও অনন্যা। কিন্তু নীকিতা জানেনা পুরুষের ভালোবাসার সংজ্ঞা, রুপ রস। অপরদিকে গ্রামের সহজ সরল এক হতদরিদ্র কিন্তু মেধায় মননে সেরা যুবক সিমান্ত সিদ্দিক। কবি হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করবার বাসনা নিয়ে ঢাকায় আসেন। কিন্তু রাজধানীর রাজনীতি সে জানেনা। তাই ফাঁদে পড়ে নষ্ট ও মুখোশধারী কিছু সাহিত্যের নামে ভন্ডদের খপ্পরে। ঘটনাক্রমে আগুনসুন্দরী নীকিতা সিমান্ত সিদ্দিককে একদিন এক নজর দেখেই তার প্রেমে পড়ে যায়? কিন্তু সিমান্ত সিদ্দিক কি এমন একজন অনিন্দসুন্দরীর প্রেমে ঝাঁপ দিয়েছিল?