Summary:
বিজয় একাত্তর (উইন্ডোজ)
বাংলা লেখার সর্বাধিক ক্ষমতাবান ও সর্বাধিক অপশন সম্বলিত সফটওয়্যার বিজয় একাত্তর। এতে অঝঈওও, টহরপড়ফব এবং একাত্তর এনকোডিং অনুসারে বাংলা লেখার জন্য রয়েছে বিজয় এবং মুনীর কীবোর্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে রয়েছে বিজয় আসকি থেকে ইউনিকোড এবং একাত্তর এনকোডিং-এ তথ্য আদান-প্রদানের জন্য কনভার্টার। এমনকি অন্য বাংলা সফটওয়্যার থেকেও ডাটা কনভার্ট করা যায়। বিজয় একাত্তর উইন্ডোজ এক্সপি, ভিস্তা, সেভেন, এইট ও উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের ৩২ ও ৬৪ বিটে কাজ করে। বিজয় একাত্তর ইউঝ ১৫২০:২০১৮, ইউঝ ১৯৩৫:২০১৮, ইউঝ ১৭৩৮:২০১৮, ইউনিকোড ১১.০ কম্পার্টিবল। এটি প্রচলিত ডকুমেন্ট সমর্থন করে এবং ডাটা কনভার্ট করে। এই সফটওয়্যারটিতে রয়েছে সর্বোচ্চ সংখ্যক বাংলা ফন্ট। বই-পত্র-পত্রিকা, সাময়িকী বা ওয়েব সাইট যেখানেই বাংলা হরফ আমরা দেখিনা কেন, যুক্তাক্ষর, ফলা, চিহ্ন ত্রুটি চোখে পড়েই। এমনকি বিজয় -এর বিদ্যমান আসকি সংস্করণও এর ব্যতিক্রম নয়। ইউনিকোড পদ্ধতিতে এর সমাধান করা যায়। কিন্তু ইউনিকোড পদ্ধতিতে সকল এ্যাপ্লিকেশনে কাজ করা যায় না। বিজয় একাত্তর কম্পিউটারে বাংলা লেখার সকল ত্রুটি, অপূর্ণতা বাংলা হরফের বিকৃতি ও সীমাবদ্ধতাকে অতিক্রম করে প্রস্তুত হয়েছে। বিজয় একাত্তর ব্যবহার করে বাংলা হরফ তৈরী করার সময় কখনও ভাবতে হবেনা কোথাও কোন খুঁত থেকে গেলো!