জীবনটা সহজ নয়। নানা চড়াই-উতরাই, বন্ধুর পথ, আঁধারে ঘেরা গলি-ঘুপচি, সমাজের নানা অবক্ষয় আমাদের চারপাশে। কৈশোর বয়সটা খুবই স্পর্শকাতর, পা ফসকালেই আছে আঁধার খাদে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। প্রতিনিয়ত সমাজের এই অবক্ষয়গুলোর মুখোমুখি হতে থাকা কিশোর-তরুণদের পথ দেখানো, ইসলামী মূল্যবোধে বলিয়ান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করে তোলা, এবং সর্বোপরি ব্যক্তিজীবনে তাদেরকে দায়িত্বশীল ও প্রোডাক্টিভ করে তুলতে কাজ করে যাচ্ছে ষোলো। ষোলোর এই নিরলস প্রচেষ্টার ফল আজ তোমার হাতে। আলহামদুলিল্লাহ, ষোলো ম্যাগাজিনের ১০ম সংখ্যা প্রকাশিত হয়েছে।
ষোলোর প্রচেষ্টা থাকে কিশোর-তরুণরা নিয়মিত যে সকল ব্যক্তিগত, সামাজিক বা অ্যাকাডেমিক সমস্যার মুখোমুখি হয়, সেগুলোর বাস্তবমুখী সমাধান দেওয়া। সে লক্ষ্যেই যোলোর প্রতিটি সংখ্যায় থাকে লিডারশিপ, লাইফ স্কিলস, শরীর ও মনের যত্ন, লেখাপড়ায় ভালো করার টোটকা, ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে নানা গল্প, প্রবন্ধ ও গ্রাফিকস। এবারের সংখ্যাও তার ব্যতিক্রম নয়।
ষোলোর পাঠকদের সুস্থ্য বিনোদন দিতে, বই পড়ায় উদ্বুদ্ধ করতে ও জীবনমুখী দীক্ষা দিতে প্রতিবারের মতো এবারও ষোলোর মলাটের ভেতর থাকছে রহস্যগল্প, শিক্ষামূলক গল্প ও ধারাবাহিক উপন্যাস। আমাদের ইতিহাস-ঐতিহ্য আমাদের শেকড়। ইতিহাসের সাথে ষোলোর পাঠকদের গভীর সম্পর্ক তৈরির লক্ষ্যে প্রতি সংখ্যায় তুলে ধরা হয় এই বাংলার ইতিহাসের নানা দিক। এবারের সংখ্যায় থাকছে ঐতিহাসিক সাহাবা মসজিদ নিয়ে লেখা প্রবন্ধ, যা তোমাদেরকে চেনাবে এই জমিনে আমাদের অস্তিত্বের শেকড়।
কিশোর-তরুণদের সমাজের এক দায়িত্বশীল সদস্যে পরিণত করার লক্ষ্যে ষোলোর প্রতি সংখ্যায় সামাজিক অ্যাক্টিভিসমের নানা দিক নিয়ে আলোচনা থাকে। তারই ধারাবাহিকতায় ১০ম সংখ্যায় থাকছে পোস্টারিং-এর অ আ ক খ এবং থার্টি ফার্স্ট নাইট নামক জীবন, সমাজ, পরিবেশ ও পাখি খুনের উৎসব রুখে দেওয়ার আহ্বান। আমাদের প্রত্যাশা এমন ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই কিশোর-তরুণরা বৃহত্তর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। ঘুনে ধরা সমাজ পরিবর্তনের সেই অভিযানে ষোলো হবে তাদের সহচর, সহযোদ্ধা ও বুদ্ধিবৃত্তিক হাতিয়ার।
ষোলো ম্যাগাজিনের সকল লেখা ফ্রি পড়তে পারবে আমাদের ওয়েবসাইট www.sholo.org থেকে। অফিসিয়াল ফ্রি পিডিএফ ডাউনলোড করতে কিউআর কোড স্ক্যান করো অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করো।
ভালোবাসা নাও, হারিয়ে যেয়ো না। ষোলোকে ছড়িয়ে দাও ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে।