রসায়ন ১ম পত্র-একাদশ-দ্বাদশ শ্রেণি। বইটি (hajari nag chemistry book) রচনা করেছেন ড. সরোজ কান্তি সিংহ হাজারী ও অধ্যাপক হারাধন নাগ। এটি একাদশ-দ্বাদশ শ্রেণীর একটি পাঠ্য বই। বইটিতে রসায়ন প্রথম পত্রের অনেক জটিল বিষয় সহজভাবে উপস্থাপন ও আলোচনা করা হয়েছে।
বইটির প্রকাশনী: হাসান বুক হাউজ। পৃষ্ঠা : ৬১৬। রসায়ন-১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) বইটির (hazari nag chemistry book price) সূচি পত্রঃ
প্রথম অধ্যায় : ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার (১৫ পিরিয়ড)
দ্বিতীয় অধ্যায় : গুণগত রসায়ন (৩২ পিরিয়ড)
তৃতীয় অধ্যায় : মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রসায়নিক
চতুর্থ অধ্যায় : রাসায়নিক পরিবর্তন (২৮ পিরিয়ড)
পঞ্চম অধ্যায় : কর্মমুখী রসায়ন (৩৫ পিরিয়ড)
বইটিতে (hsc chemistry book hazari nag) তত্ত্বীয় লেকচার ও ব্যবহারিক রসায়ন উভয়ই আলোচনা করা হয়েছে।
প্রতিটি আলোচনা সচিত্র উদাহরণ দিয়ে উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি অধ্যায়ের শুরুতে অধ্যায়ের প্রধান শব্দগুলো বাংলায় উল্লেখ করা হয়েছে।
অধ্যায়ের শুরুতেই ভূমিকার সাথে রয়েছে শিখনফল। অর্থাৎ, অধ্যায়টি পড়ে শেষ করে শিক্ষার্থীরা কী কী শিখতে পারবে তা উল্লেখ করা হয়েছে।
বিশেষ টিপসগুলো আলাদা নির্দেশকের সাহায্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। এতে অধ্যায়গুলোর পাঠ সহজে বুঝতে শিক্ষার্থীদের সুবিধা হবে।
একাদশ-দ্বাদশ শিক্ষার্থীদের রসায়ন প্রথম পত্রের তত্ত্বীয় ও ব্যবহারিক আলোচনা সহজভাবে বুঝতে বইটি। উচ্চ মাধ্যমিকে রসায়ন প্রথম পত্রের প্রাথমিক ধারণা পরিস্কার করতে ও জ্ঞান অর্জনে এই পাঠ্য বইটি সহায়ক হবে। অধ্যাপক হাজারী ও নাগ রসায়ন ১ম পত্র বইটি শিক্ষার্থীদের অবশ্য পাঠ্য হিসেবে পরিচিতি পেয়েছে।
১৯৪৭ সনের ১ ডিসেম্বর চট্টগ্রামের দোহাজারীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার ডিগ্রি অর্জনের কয়েকদিন পরেই ১৯৭০ সনের ১৫ মে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৭৩ সনে উচ্চ শিক্ষার্থে জার্মানি গমন করেন। ভারত উপমহাদেশসহ পৃথিবীর অনেক দেশের মাস্টার ডিগ্রি জার্মানিতে স্বীকৃত নয়। তাই এ সকল দেশের মাস্টার ডিগ্রিধারীদের ৭-৮ বছর পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয়। কিন্তু সরোজ হাজারী বার্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিশেষ পরীক্ষায় অবতীর্ণ হন এবং তার ফলাফলের ভিত্তিতে সরাসরি ডক্টরেট কোর্সে ভর্তি হন। আড়াই বৎসরে 'খুব ভালো' ক্যাটাগরিতে (১ম শ্রেণির তুল্য) ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। জার্মানি হতে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণাকর্মে নিয়োজিত হন। অনেক M.Sc, M.Phil ও Ph.D ছাত্রদের গবেষণা তত্ত্বাবধান করেন। পরবর্তীকালে ইংল্যান্ডের Exeter Universityতে এক বৎসর। জাপানের Tokyo Institute of Technology তে ছয় মাস, জার্মানির Hamburg University তে তিনবার ও জার্মানির Friedrich-Schiller University, Jena তে একবার পোস্ট ডক্টরেল গবেষণা করেন। গবেষণা কর্ম ছাড়াও পুস্তক রচনায় তিনি অবদান রেখেছেন। তিনিই প্রথমে বাংলা ভাষায় উচ্চস্তরে সাফল্যজনকভাবে অনেক পুস্তক রচনা করেন। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পুস্তক রচনা করেন। ১৯৮২ হতে ১৯৮৫ পর্যন্ত তিন বৎসর তিনি রসায়ন বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়নের শিক্ষক থাকাকালীন অতিরিক্ত দায়িত্ব হিসেবে জার্মান ভাষা শিক্ষক ছিলেন। ২০১৩ সনের ১ জুলাই তিনি অধ্যাপক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। ২০০৯ সনের ১৭ মার্চ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে আরো দুই মেয়াদে উপাচার্যের পদে নিয়োগ পান। দেশ ভ্রমণ তার শখ। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, জাপান, সুইডেনসহ প্রায় ৩০টি দেশে ভ্রমণ করেছেন।