প্রাণের নগর মাদিনা মুনাওয়ারা। যেখানে আছে প্রিয় নবী রাসুলুল্লাহ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রওযা মুবারাক। প্রিয়তম নবীজীর সুঘ্রাণে আজও মাদিনার বাতাস সুবাসিত। মাদিনার পথে পথে কত লেগেছে নবীজীর পদযুগল মুবারাকের ছোঁয়া। নবীজী সাঃ তো নেই, তবুও সেই নগরীর মানুষ কত সৌভাগ্যবান যাদের কাছে নবীজীর রওযা মুবারাক।
ফেতনাময় এই যুগে চারদিকে কেবলই অশান্তি, অস্থিরতা, হতাশা। কষ্টে পড়ে আমাদের অনেকেরই নবীজীর অভাব অনুভূত হয়। মনে হয়, হায় এত হাহাকারের এই মুহূর্তে যদি প্রিয়তম নবীজীকে একটু কাছে পেতাম। তখনই যেন আমাদের দিশেহারা মন ছুঁতে চলে মাদিনা মুনাওয়ারার পথে। কলজে যতই ছিঁড়ে যাক না কেন, মাদিনাকে আলিঙ্গন করার সাধ্য কি আর সবার আছে? লালচে রঙের Mukhallat Madina (মুখাল্লাত মাদিনা)-র প্রখর আরবীয় ঘ্রাণ নাকে এসে ধাক্কা দিতেই আপনার দিশেহারা মন শীতলতায় জুড়িয়ে যাবে। উষ্ণ এই ঘ্রাণে মনে হবে যেন বালুময় প্রিয় নগর মাদিনা কল্পনায় আপনার কত কাছে চলে এসেছে। মনে হবে যেন নিঃশ্বাসে ঢুকছে মাদিনা মুনাওয়ারার উষ্ণ বাতাসের হিল্লোল। Mukhallat Madina (মুখাল্লাত মাদিনা) ওয়ার্ম স্পাইসি, উডি, পাউডারি, লেদারি এবং ফ্লোরাল স্মেলের একটা জবরদস্ত কম্বিনেশন।
রোজ, জেরানিয়াম, বার্গামট হলো টপ নোট; মাঝের নোটগুলো হল রোজ, জাফরান, চন্দন, অর্কিড, জেসমিন, লবঙ্গ এবং সিডার; বেইজ নোট হলো; চন্দন, কস্তুরী, ফুলের নোট, অ্যাম্বার, সিডার এবং ক্যাশমেরান।