‘Don’t judge a book by it’s cover’-এই কথাটা আমরা সবাই জানি। কোনকিছুকেই তার নাম বা বাহ্যিক দিকগুলো থেকে বিচার করতে বোকামি। তবুও আমাদের মানুষদের এই চিরাচরিত অভ্যাসটা গেল না। হুট করে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা কেন শুরু করলাম নিশ্চয়ই বুঝতে পারছেন না আপনারা!
আসলে প্রায়ই শুনে থাকি আতরের জগতে নবাগত যারা কিংবা যারা এখনো পর্যন্ত Dalal (দালাল)-কে ছুঁয়েও দেখেননি, তাদের অনেকের কাছেই মনে হয় এর মধ্যে একটা বোঁটকা পুরুষালী গন্ধ আছে। নামটাই এমন। যদিও পণ্যের নামেই পুরোটা বিচার করা যায় না, আর বিশেষ করে আতরের ক্ষেত্রে। তবুও নামের তো একটা প্রভাব তো থেকেই যায়। কিন্তু সত্যিটা হলো, নামটা তার যেমনই হোক শুনতে সে কিন্তু কারোর দালালি করে না। নিজের সুগন্ধেই মানুষকে মোহিত করে কুলাতে পারছে না, কার আবার দালালি করবে বলেন? Dalal (দালাল)-কে আমি বলি সাদা মনের মানুষের আতর। আসলেই তাই। খুব আনোখা কিছু নেই Dalal (দালাল)-এ। খুব বেশি গর্জিয়াসও না সে। ঘ্রাণে সিম্পল, মিষ্টি আর খুব সাধারণ। আপনি যদি আসলেই খুব সাধারণ, ছা-পোষা গোছের মানুষ হয়ে থাকেন, তবে আসলে Dalal (দালাল) আপনার জন্যই বানানো হয়েছে। খুব সাধারণ তাই বলে এমনটাও নয় যে Dalal (দালাল) কিনলে আপনার টাকা জলে পড়ল। সাধারণ জিনিসও অনেক সময় মানুষের প্রিয় অভ্যাসে পরিণত হয়।
ফ্রেশ ফ্রুটি স্মেলের সাথে ভ্যানিলার মিশ্রণ একটা ক্যান্ডি টাইপ ঘ্রাণ এনে দিয়েছে Dalal (দালাল)-এ। তার সাথে জেসমিনের ফুলেল সুবাস-এর মিষ্টতা আপনাকে মুগ্ধ করবে এর প্রথম স্পর্শেই। যেকোন বয়সের সুগন্ধিপ্রেমী মানুষের মডার্ন টাইপ সিম্পলের মধ্যে গর্জিয়াস এই আতরটি অবশ্যই পছন্দ হবে। Dalal (দালাল) হলো মাঝারি ধরনের হালকা মিষ্টি ঘ্রাণ।