"চা একটি জনপ্রিয় পানিয়। চা ছাড়া সকাল শুরুই হয় না। বন্ধুমহল বা আতিথি আপ্যায়নে চা এর বেশ প্রচলন রয়েছে। আমাদের চা এর বিশেষত্ব হচ্ছে অন্যান্য চা পাতার তুলনায় কম লাগে যা ভাল লিকার এবং স্বাদ দিয়ে থাকে।
পিংক সল্ট এর উপকারিতাঃ
লিকার চা হার্টকে সুস্থ রাখে।
চায়ে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট প্রপাটিজ মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে।
মধু দিয়ে চা প্রদাহ হ্রাস করে।
ঠান্ডা কাশির ক্ষেত্রে লিকার চা আদা ও লেবু দিয়ে খুবই উপকারি।
অতিরিক্ত নিদ্রা দূরীকরণে চা এর ভুমিকা অসীম। "