ছায়াবৃক্ষ, সোহাগ স্বপ্নধরা পাঠশালার শিশুদের ভবিষ্যতের ছায়া নির্মাণের এক উদ্যোগ।
এর লক্ষ্য হলো অর্থ উপার্জনের জন্য যেন কোন শিক্ষার্থীর শিক্ষাজীবন থমকে না যায়, এবং সোহাগ স্বপ্নধরা পাঠশালার ভবিষ্যৎ সুরক্ষিত করতে একটি রিজার্ভ ফান্ড গড়ে তোলা।
আপনি ছায়াবৃক্ষ থেকে একটি পণ্য ক্রয় করে স্বল্প আয়ের পরিবারের এই শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়াতে অবদান রাখতে পারেন। একইসাথে ওদের ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখতে পারেন।