শিশু কানন - নামের মতোই শিশুদের জন্য এক আনন্দময় জগৎ। এখানে গল্প, ছড়া আর জ্ঞানের মায়াবী পরশে প্রতিটি বই হয়ে ওঠে শৈশবের সেরা বন্ধু। এই প্রকাশনী বিশেষত শিশুদের জন্য ইসলামিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও গল্পের মিশেলে এক ব্যতিক্রমী ধারা তৈরি করেছে। তাদের প্রকাশিত বইগুলোর মধ্যে অন্যতম হলো 'নবীদের কাহিনী সিরিজ', যেখানে নবী-রাসূলদের জীবনীর সরল বর্ণনা শিশুদের মন জয় করে নেয়। এছাড়া 'মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবনকথা'র মতো গ্রন্থগুলো শিশুদেরকে আমাদের প্রিয় নবীর আদর্শে অনুপ্রাণিত করে।
শিশু কানন বিশ্বাস করে, শৈশবের প্রতিটি দিন হোক জ্ঞানের উৎসবে ভরা। তাদের কাজ শুধু বই প্রকাশ করা নয়, বরং আগামী প্রজন্মের মনে সততা, ভালোবাসা আর সঠিক মূল্যবোধের বীজ বপন করা।