"এম. সি. সরকার এন্ড সন্স প্রতিষ্ঠানটি ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে আইনি বই প্রকাশের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গঠিত হয়। কয়েক বছর পর কোম্পানি বাংলায় বই ছাপা শুরু করে। ১৯২০ সালে কোম্পানি 'মৌচাক' নামে বাংলা শিশু ম্যাগাজিন প্রকাশ শুরু করে, যা আজও প্রকাশিত হচ্ছে। এম.সি. সরকার এন্ড সন্স প্রাইভেট লিমিটেড সরত্চন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বোস, স্যার জে.এন. সরকারের সম্পূর্ণ রচনাবলীর প্রকাশক ছিল। ১৯৩২ সাল থেকে কোম্পানি ""হিন্দুস্থান ইয়ার বুক"" প্রকাশ করে আসছে। পরবর্তী বছরগুলিতে কোম্পানি বাংলার বেশিরভাগ খ্যাতনামা লেখকদের বই প্রকাশ করে। কোম্পানির বইগুলি সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
গত একশত বছর ধরে কোম্পানি বাংলা ভাষায় বই প্রকাশ করে আসছে। তাদের সেরা বিক্রিত বইগুলির মধ্যে রয়েছে ""চালতিকা"", ""মহাভারত"", ""রামায়ণ"", ""পরাশুরাম গল্প সমগ্র"", রাজশেখর বোস রচিত ""মেঘদূত"", ""রাত্রি বেলা বৃষ্টি"", ""মেঘদূত"", ""মহাভারতের কথা"", বুদ্ধদেব বসুর ""আমার চেলা"", ""আমার যৌবন"", সুধীর চন্দ্র সরকার রচিত ""পৌরাণিক অভিধান"", আনন্দ শঙ্কর রায়ের ""জাপানে"" ও ""গান্ধী"", উৎপল দত্তের ""শেক্সপিয়ারের সমাজ চেতনা"", ""গিরিশ মনাস"", ""প্রতিবিপ্লব"", ""চাঁদ সাঁকির পালা"", সাঁভু মিত্র রচিত"" সহ আরও অনেক জনপ্রিয় শিরোনাম।"