শেকড় থেকে শিখর। গুহা থেকে গ্রহ-গ্রহান্তর। জ্ঞান-বিজ্ঞানের এ ধারাকে উপস্থাপনের নাম ‘পূর্বাপর’। প্রকাশনা শিল্পে পূর্বাপর নতুন নয়। ১৯৯৩ সালে ‘সাংবাদিকতার অ আ ক খ’ প্রকাশের মধ্য দিয়ে পূর্বাপরের যাত্রা শুরু। এখন দেশ-বিদেশের গবেষণা ও সৃজনশীল গ্রন্থ প্রকাশ করে পূর্বাপর প্রকাশনা শিল্পে এক অনবদ্য সংযোজন। পূর্বাপর সৃষ্টি জগতের রহস্য উন্মোচনে বিজ্ঞানমনস্কতা নিয়ে তৎপর। ব্যবসা নয়। পূর্বাপর জ্ঞান বিতরণ করে।