সলিমুল্লাহ খান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ স্কুল ফর সোশাল রিসার্চ থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
অধ্যাপক খান প্রথিতযশা লেখক ও সমালোচক। তাঁর রচনার বড় অংশ সমাজ, সংস্কৃতি, রাজনীতি, শিল্প-সাহিত্য এবং মনোবিশ্লেষণে কেন্দ্রীভূত এবং আহমদ ছফা, কার্ল মার্কস, ফ্রানৎস ফানোঁ, জাক লাকাঁ প্রভৃতি মনীষীর কাছে ঋণী। তাঁর কীর্তির মধ্যে গণ্য: আহমদ ছফা সঞ্জীবনী, আ মরি আহমদ ছফা: বিষয় বাঙালি মুসলমানের মন, প্রার্থনা, ঠাকুরের মাৎস্যন্যায়: ভাষা-শিক্ষায় সাম্প্রদায়িকতা, আদমবোমা, স্বাধীনতা ব্যবসায় এবং Silence: On crimes of power। সম্পাদিত গ্রন্থ ও পত্রপত্রিকার মধ্যে: বেহাত বিপ্লব ১৯৭১, গরিবের রবীন্দ্রনাথ, আহমদ ছফার স্বদেশ, প্রাক্সিস জর্নাল, অর্থ: আহমদ ছফা রাষ্ট্রসভা পত্রমালা এবং Apostrophe: Working Papers of the Center for Advanced Theory। অনূদিত গ্রন্থের মধ্যে: উহারা বাতাসে: পেন্টি সারিকস্কির কবিতা ১৯৫৮-১৯৮০, আল্লাহর বাদশাহি: ডরোথি জুল্লের নির্বাচিত কবিতা এবং সক্রাতেসের তিন বাগড়া।