কবিতা জাফর সাদিকের মূল আগ্রহের বিষয় নয়। চলমান নানা অসঙ্গতি আর অন্যায়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে লিখতেন। ৫৭ ধারার 'হুমকি' আর পেশাগত 'বিড়ম্বনা' এড়াতে লেখার ধরণ পাল্টে গেলো। সেই থেকে আনন্দ, দুঃখবোধ, প্রেমের উদবেগ কিংবা বিদ্রোহের যন্ত্রণা অক্ষরের আশ্রয়ে, কবিতার ছন্দে প্রকাশ করতে শুরু করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান এবং সরকার ও রাজনীতি বিভাগ থেকে উন্নয়ন অধ্যয়নে দ্বৈত স্নাতকোত্তর। ব্যবস্থাপনা ও যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট থেকে। পেশা জীবনের শুরু টেলিভিশন সাংবাদিকতায়। বর্তমানে একটি অন্তর্জাতিক সংস্থায় কাজের পাশাপাশি টেলিভিশনে সংবাদ উপস্থাপনা করেন।
সাবেক বিতার্কিক, স্কাউট, স্বেচ্ছাসেবক ও সংগঠক। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক এবং বেসরকারি সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স সোসাইটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান।
প্রথম বইটি অনুবাদ গ্রন্থ হতে পারতো অথবা অন্যকিছু। কিন্তু নিয়তির অমোঘ ইশারায় 'যে কবিতা জীবনানন্দের নয়' বইটি তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।
আলোকচিত্র: নাজিউল ইসলাম শোভন
অলংকরণ: মনিকা ইয়াসমিন