মাহবুবা মোনা
সমুদ্র মথিত প্রাচীন জনপদ সমতটের একটা উল্লেখযোগ্য অংশ নিয়ে গড়ে উঠছে
আজকের নোয়াখালী। এর কোমল-উর্বরা পলিতে কবি মাহবুবা মোনা ১৯৯০ সালের ৬
জুন জন্মগ্রহণ করেন। বাবার চাকরির সুবাদে জন্মভূমি ছেড়ে উত্তরের জেলা দিনাজপুরে
কাটে শৈশব-কৈশোর। তারপর ঠিকানায় ফেরা। মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ফেনী ও
নোয়াখালীতে।
মোহনীয় প্রকৃতি তাকে কবি করে তোলে তারুণ্যেই। তারপর ইংরেজি সাহিত্যে স্নাতক-
স্নাতকোত্তর। কবিও স্বপ্নকে সুশোভিত করার সুযোগ হাতছাড়া করেন না। প্রেম-প্রণয়-
বিরহ, দুঃখ-জরা-ক্লান্তি আর আনন্দ-উচ্ছ্বাস-হুল্লোড় কথা বলে ওঠে কবির নিজস্বতায়।
মোনার কবিতা যাত্রার পথ ক্রমে ঋদ্ধ হয় ফুলে-ফসলে। নোনা হাওয়ায় আলতো দুলে ওঠে
এর পত্র-পল্লব।
মোস্তফা কামাল ও আয়েশা কামালের তিন সন্তানের মধ্যে মাহবুবা মোনা কনিষ্ঠ। বর্তমানে
শিক্ষকতায় নিমগ্ন কবি, শিশুদের মধ্যে দেখেন অপার আশা। শব্দ ও বাক্যে তাদের গড়ে
তোলা তার কাছে শিল্পচর্চার চেয়ে কম কিছু নয়। জীবনসঙ্গী-কবি ও গণমাধ্যমকর্মী
ফয়জুল ইসলাম জাহানের সাথে পেতেছেন সংসার। মিহিকা ও ফাইজানকে নিয়ে তাদের
নিত্যদিনের আনন্দ ভাগাভাগি।
মাহবুবা মোনার প্রথম কাব্যগ্রন্থ ‘অলীক মূর্ছনার প্রচ্ছদ’। প্রকাশ হয় ২০১৮ সালে। চিন্তায়,
লেখায় ও কাজে একাগ্র কবি তাই লিখে চলেন ক্রমশ। পরিস্থিতি ও বাস্তবতা তার কলমকে
আঘাত করেছে বটে, তবে থামিয়ে দিতে পারেনি। মোনা ও কবি উত্তরাধিকারের এ পথে
যোগ্য উত্তরসূরি।
প্রকৃতিপ্রেমে আকণ্ঠ নিমজ্জিত কবি মোনা লেখালেখির বিচিত্র আঙিনায় হতে চান
শক্তিমান পদাতিক। সৃজনের বহুমাত্রিক ধারা উজ্জ্বল আলোকশিখা হয়ে ক্রমাগত আলো
ফেলবে সর্বত্র।