মনিরুল তালুকদার
সিরাজগঞ্জ জেলার সদর থানার সয়াধানগড়া গ্রামে ১৯৮৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। সরকারি তিতুমীর কলেজ, ঢাকা থেকে স্নাতক এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভকরেন। এছাড়াও সরকারি গ্রাফিক্স আর্টস ইন্সটিটিউট থেকে গ্রাফিক্স ডিজাইন এন্ড প্রিন্টিং এর উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন।
একাধারে তিনি একজন ডিজাইনার, প্রচ্ছদ শিল্পী, সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী। পেশাগত জীবনে শত ব্যস্ততার মাঝেও তিনি নিজেকে সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে নিবিড়ভাবে জড়িয়ে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কবিতা ও গল্প লিখে তিনি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করছেন।
অমর একুশে বইমেলা'২৪ এ প্রকাশিত তার ১ম উপন্যাস "মজনু” লিখে তো একদম হৈ চৈ ফেলে দিয়েছেন এবং পাঠক হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
'অতৃপ্ত আর্তনাদ', 'আমার প্রেম তোমার জন্য কবিতা' এবং 'নিরানব্বইয়ের কবিতা' তাঁর প্রকাশিত তিনটি যৌথ কাব্যগ্রন্থ। 'সাদা কালো মেঘের জীবন গল্প' তাঁর প্রকাশিত প্রথম যৌথ গল্পগ্রন্থ। 'কণ্ঠস্বরের নির্বাচিত গল্প ও কবিতা' গ্রন্থে তাঁর কবিতা ও ছোটগল্প প্রকাশিত হয়েছে। এছাড়াও শুধুমাত্র নিরানব্বই বন্ধুদের লেখায় প্রকাশিত 'নিরানব্বইয়ের সাহিত্য', 'ঊন শতাব্দী' এবং 'ক্যানভাস' গ্রন্থে নিয়মিত তাঁর লেখা কবিতা ও গল্প প্রকাশ পায়।