ড. মোঃ আলমগীর ১৯৫৮ সালের ২০ মার্চ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন নাগপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মোঃ আবদুর রউফ ও মাতা বেগম সুফিয়া খাতুন। তিনি বিপ্রবগদিয়া হাইস্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি, শৈলকুপা কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিঅল থেকে ১৯৭৮ সালে বিএ অনার্স ও ১৯৭৯ সালে এমএ পাস করেন। "বাংলার মুসলিমদের সমাজজীবনে ঢাকার নওয়াব পরিবারের অবদান" শীর্ষক অভিসন্দর্ভের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ২০০০ সালে পি-এইচডি ডিগ্রী প্রদান করে। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে রেজিস্ট্রেশন অফিসার পদে যোগদান করেন এবং ১৯৮৯ সালে উক্ত জাদুঘরের একটি শাখা আহসান মঞ্জিল জাদুঘরে উপ-কীপার পদে নিযুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরে কীপার (ডাইরেক্টর), সংরক্ষণ রসায়নাগার বিভাগ পদে কর্মরত আছেন। ড. মোঃ আলমগীরের অনেকগুলো গবেষণামূলক প্রবন্ধ দেশী ও বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে। ড. মোঃ আলমগীরের অনেকগুলো গবেষণামূলক প্রবন্ধ দেশী ও বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ