পাপিয়া দত্তের জন্ম ১৯৯০ সালের ৭ই জুন। স্বপন দত্ত, মীরা দত্ত দম্পতির প্রথম সন্তান তিনি। জনা এবং বেড়ে ওঠা মানিকগঞ্জের সিংগাইর খানায়। মা-বাবার ইচ্ছে ছিল মেয়েকে চিকিৎসক হিসেবে দেখার। সে সময় পাড়াগাঁয়ে থেকে মেয়েকে চিকিৎসক বানানোর স্বপ্নকে দুঃসাহস হিসেবে দেখা এতো। কোনোদিন দেখালোই করবেন তা স্বপ্নেও ভাবেননি তিনি। পরিবারের কেউ লেখালেখির সাথে জড়িতও নয়। তবে বাড়িতে বাবার বইয়ের। এক বড়সড় লাইব্রেরি ছিল। বই পড়ার আগ্রহ সেখান থেকেই ডালপালা ছড়িয়েছে। ছোট থেকেই খুব বই পড়ার অভ্যেস। এখনও কাজের। ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই বইয়ে ডুবে থাকেন। বর্তমানে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কে। একমাত্র মেয়ের জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে হঠাৎ করেই লেখালেখির কৌক তৈরী হয়। পেন্সিল। গ্রুপে নিয়মিত ধারাবাহিক গল্প লিখতে থাকেন একের পর এক। বেশ পাঠকপ্রিয়তা পায় লেখাগুলো। তারই জলশ্রুতিতে সমসাময়িক নারী লেখকদের। নিয়ে প্রকাশিত গল্প সংকলন 'নকশী কাঁথা'তে প্রথম ছাপার অক্ষরে তাঁর লেখা প্রকাশ পায়। ভালোবাসেন বই পড়তে, প্রিয়জনের সাথে সময়। কাটাতে, একমাত্র মেয়েকে নিয়ে স্বপ্ন বুনতে।