ছড়াকার পারভীন সুলতানার জন্ম ১৬ অক্টোবর ১৯৬৩, কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার জাওয়ার গ্রামে মামা রাহাত খানের বাড়িতে। বাবা ফজর আলী, মা রোকেয়া খাতুন। শৈশব থেকে ছড়া কাটতে কাটতে ছড়া ছড়ায় মনোনিবেশ। ময়মনসিংহে আনন্দমোহন কলেজে পড়তে এসে সাহিত্যচর্চায় গতিশীল হন। বাংলা সাহিত্যে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর। আশির দশকের উল্লেখযোগ্য ছড়াসংকলন 'হাওয়াই মিঠাই' সম্পাদনা (নাসরীন জাহান সহযোগে) তাঁর অনন্য কীর্তি। 'শিশু', 'ধানশালিকের দেশ', 'খোলাঘর', 'কচিকাঁচার আসর', 'কিশোর বাংলা'-সহ জাতীয় পর্যায়ের সকল পত্রিকায় তাঁর ছড়া প্রকাশিত হয়েছে যথাগুরুত্বে। 'নানা রঙের ছড়া', 'আছে ছড়া মিঠে কড়া' নামে তাঁর ছড়া গ্রন্থিত হয়েছে অগগ্রস্থিত ছড়ার সংখ্যা অগণিত। ছড়ার পাশাপাশি তিনি গল্প ও উপন্যাস রচনা করেন। 'পিতনক্ষত্রের রাহু' ও 'বরফের ঘর' তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। 'জলবন্দি কইন্যা;, 'পাথরে ফুল ফোটানো', 'জলের রমণী দেখে মৃত্তিকার খোয়াব', 'প্ররোচিত কৃষ্ণচূড়ারা' তাঁর সেরা গল্পগগ্রন্থের নাম। পেশাগত জীবনে তিনি ঢাকা সিটি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। আশির দশকের খ্যাতিমান কথাসাহিত্যিক ও তুখোড় ছড়াকার পারভীন সুলতানা বাংলা সাহিত্যকে নিরন্তর সমৃদ্ধ করে চলছেন।