অরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৬ ফেব্রুয়ারি, ১৯৩৭। হাওড়া জেলার শিবপুরে। বিপিনবিহারী ও বসুমতী মুখোপাধ্যায়ের সন্তান। শিক্ষা মডার্ন হিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে রাজ্য সরকারি কর্মচারী হিসেবে হোম ডিপার্টমেন্টে নিযুক্ত থেকেছেন। নাট্যচর্চার শুরু কৈশোর থেকেই। শিবপুরে নিজস্ব নাট্যদল ‘তরুণ শিল্পী সংসদ’, ‘গণনাট্য সংঘ’, কো-অর্ডিনেশন কমিটির সাংস্কৃতিক শাখা পেরিয়ে ১৯৭২ সালে তৈরি করেন ‘চেতনা’ নাট্যগোষ্ঠী।
বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযোজনা নির্মিত হয়েছে নির্দেশক অরুণের তত্ত্বাবধানে। যাদের মধ্যে উল্লেখযোগ্য— ‘মারীচ সংবাদ’, ‘জগন্নাথ’, ‘মা’, ‘দুখীমুখী যোদ্ধা’, ‘নির্ণয়’, ‘পুতুল নাচের ইতিকথা’, ‘দিবারাত্রির কাব্য’, ‘কবীর’, ‘হারানের নাতজামাই’, ‘ভালো মানুষের পালা’, ‘খড়ীর গণ্ডী’ ইত্যাদি। অভিনেতা হিসাবে মঞ্চে এবং চলচ্চিত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। নাট্যে সংগীত পরিচালনা অরুণের আর এক কৃতিত্ব। ব্যক্তিগতভাবে এবং দলকে সঙ্গে নিয়ে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহর সফর করেছেন, অংশ নিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক নাট্য আয়োজনে। সংগীত নাটক একাডেমি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি সহ নানা গুরুত্বপূর্ণ পুরস্কারে সম্মানিত হয়েছেন নাট্য পরিচালক হিসাবে। মৃণাল সেন পরিচালিত ‘পরশুরাম’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার।